India Made Weapon: ল্যাজেগোবরে হয়েছিল পাকিস্তান, এবার ইরানের হাত থেকে ইজরায়েলকে বাঁচাচ্ছে ভারতের এই অস্ত্র

India Made Weapon: অপারেশন সিঁদুরের পর থেকেই ‘ইন্ডিয়া মেড ওয়েপন’ শব্দবন্ধের ব্যাপক চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে। বহু দেশের সেনাকর্তাদের নজরে এখন ভারতের যুদ্ধাস্ত্র। সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলছে ‘ইন্ডিয়া মেড ওয়েপন’।

India Made Weapon: ল্যাজেগোবরে হয়েছিল পাকিস্তান, এবার ইরানের হাত থেকে ইজরায়েলকে বাঁচাচ্ছে ভারতের এই অস্ত্র
ভারতের ক্ষমতা দেখছে বিশ্বImage Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Jun 24, 2025 | 1:26 PM

তেল আভিভ: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতে তৈরি যুদ্ধাস্ত্রের কামাল দেখেছিল দুনিয়া। তাতেই ইসলামাবাদের শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল ঠান্ডা স্রোত। চোখ বড় বড় করে ভারতের ক্ষমতা দেখেছিল গোটা বিশ্ব। এবার পশ্চিম এশিয়ার যুদ্ধেও বিশ্ব দেখছে ভারতের কামাল। কাঁপুনি ধরিয়ে দিচ্ছে ভারতের হাতে তৈরি অস্ত্র। ইতিমধ্য়েই যুদ্ধে ভারতে তৈরি অস্ত্র ব্যবহারের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। খেল দেখছে দুনিয়া। 

ইরানকে ঠেকাতে ভারতে তৈরি বারাক এয়ার ডিফেন্স সিস্টেমের প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েল। এই প্রথম যুদ্ধে বারাক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করল আইডিএফ। শব্দের চেয়েও দ্রুত গতির মিসাইলকে চোখের পলকে মাটিতে মিশিয়ে দিতে পারে এই বারাক। তাঁরা বলছে এ এমন জিনিস যা দেখে কালঘাম ছুটে যাচ্ছে তাঁদের শত্রুপক্ষের। বারাক এর ধাক্কায় আকাশেই নাস্তানাবুদ হচ্ছে ইরানি ড্রোন। ডিআরডিও-র হাত ধরে তৈরি হয়েছিল এই বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম। যা কয়েকদিন আগে ব্যবহৃত হয়েছিল অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও। এবার সেই সিস্টেমই ইরানের হামলা থেকে বাঁচাচ্ছে ইজরায়েলকে। 

২০০৬ সাল থেকে শুরু হয় কাজ 

অপারেশন সিঁদুরের পর থেকেই ‘ইন্ডিয়া মেড ওয়েপন’ শব্দবন্ধের ব্যাপক চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে। বহু দেশের সেনাকর্তাদের নজরে এখন ভারতের যুদ্ধাস্ত্র। সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলছে ‘ইন্ডিয়া মেড ওয়েপন’। তথ্য বলছে, ২০০৬ সালে ভারত ও ইজরায়েলের যৌথ উদ্যোগে এই বারাক এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ শুরু হয়। ধাপে ধাপে তা আপগ্রেডও হয়। ২০২৪ পর্যন্ত চলেছে সেই কাজ। 

ভারতের যুদ্ধাস্ত্রে মুখে হাসি ইজরায়েলের 

সূত্রের খবর, ভারত যখন পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ঠিক তার পরের দিন দিল্লি লক্ষ্য করে পাকিস্তান তাঁদের হাতে থাকা অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফতে-টু ছোড়ে। কিন্তু বারাক এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করে দেয়। হরিয়ানার আকাশে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের হাতে থাকা ওই শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ওয়াকিবহাল মহলের মতে, তারপরই বারাক ব্যবহারের চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল আইডিএফ। ইতিমধ্যেই আইডিএফ ছবি প্রকাশ করে জানিয়েছে তারা ইতিমধ্য়েই এই বারাকের ব্যবহার করেছে। এদিকে ইজারায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে গোটা বিশ্বে চলে তমুল আলোচনা। তারা শর্ট রেঞ্জে আয়রোন ডোম ব্যবহার করে। একইসঙ্গে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। সঙ্গে রয়েছে মার্কিন থার্ড, একইসঙ্গে লং রেঞ্জে তারা অ্যারো ব্যবহার করে। সে সবই ব্যবহৃত হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে। কিন্তু, তারপরেও সাফল্য যে সব সময় ১০০ শতাংশ প্রতিরোধ তৈরি করা যাচ্ছে এমনটা নয়। এমতাবস্থায় ‘ইন্ডিয়া মেড’ বারাক-8 এর সাফল্যে খুশি ইজরায়েলি সেনা।