Israel Iran War: তাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে, জ্বলছে ইরানের তেল ভাণ্ডার, ইজরায়েলকে হুঁশিয়ারি খামেনেইয়ের
Israel Iran War: ইরান পরমাণু পরমাণু বোমা বানাচ্ছে। তা থেকে ইজরায়েলকে রক্ষা করার কথা বলেই দিন ছয়েক আগে তেহরানে হামলা চালায় ইজরায়েলি সেনা। ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়। তারপর থেকেই দুই দেশের সংঘাত ক্রমশ বেড়েছে।

জেরুজালেম ও তেহরান: ষষ্ঠ দিনে পড়ল ইরান ও ইজরায়েলের সংঘাত। দুই দেশের হামলা, পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার ভোররাতে ইজরায়েলের তেল আভিভে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। আবার ইরানের তেহরানের উত্তর-পূর্বে তেল ভাণ্ডার ও শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। এরই মধ্যে ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
ইরান পরমাণু পরমাণু বোমা বানাচ্ছে। তা থেকে ইজরায়েলকে রক্ষা করার কথা বলেই দিন ছয়েক আগে তেহরানে হামলা চালায় ইজরায়েলি সেনা। ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়। তারপর থেকেই দুই দেশের সংঘাত ক্রমশ বেড়েছে। এদিন তাজরিশের পার্শ্ববর্তী তেহরানের উত্তর-পূর্বে তেল ভাণ্ডার ও শোধনাগারে হামলা চালায় ইজরায়েলি সেনা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি সামনে এসেছে। যেখানে দাউ দাউ করে তেল ভাণ্ডার জ্বলতে দেখা গিয়েছে। এর আগে ইজরায়েলি সেনার মুখপাত্র তেহরানের নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার বার্তা দিয়েছিলেন। তারপরই এই হামলা চালানো হয়।
বুধবার ভোর রাতে ইজরায়েলের তেল আভিভ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরান প্রায় ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, তার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। এক্স হ্যান্ডলে এক বার্তায় তিনি বলেন, ইজরায়েলকে কড়া জবাব দিতে হবে। কোনওরকম দয়া দেখানো হবে না।
গতকাল খামেনেইকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই কোথায় লুকিয়ে রয়েছেন, সেটা তাঁরা জানেন। তাঁরা ইচ্ছা করলেই হত্যা করতে পারেন। কিন্তু এখনই তা নয়। খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে খতম করা গেলে সংঘর্ষ বাড়বে না, বরং তা শেষ হবে। ইরানের মানুষকে শাসক বদলানোরও আহ্বান জানান তিনি।

