AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran Israel war: দেউলিয়া হয়ে যাবে ইজরায়েল? জানেন, কত কোটি টাকা খরচ হচ্ছে প্রতিদিন?

Iran Israel war: ইরান পরমাণু বোমা বানাচ্ছে। আর তা থেকে ইজরায়েলকে রক্ষা করার কথা বলে গত ১৩ জুন থেকে তেহরানে হামলা চালাতে শুরু করে ইজরায়েলি সেনা। তেহরান ও আশপাশের এলাকায় পরমাণু ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

Iran Israel war: দেউলিয়া হয়ে যাবে ইজরায়েল? জানেন, কত কোটি টাকা খরচ হচ্ছে প্রতিদিন?
ইরানের মিসাইল হামলা প্রতিহত করতে একাধিক ব্যবস্থা রয়েছে ইজরায়েলেরImage Credit: PTI
| Updated on: Jun 21, 2025 | 11:14 AM
Share

জেরুজালেম: একদিকে প্রতিপক্ষের মিসাইল প্রতিহত করতে ‘লৌহকপাট’। আবার ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিমান ও মিসাইল হানা। গত ৯ দিন ধরে ইরানের সঙ্গে সংঘাতে প্রতিদিন ইজরায়েলের কত টাকা খরচ হয় জানেন? ইরানের মিসাইল হামলা ঠেকাতে ও পাল্টা হামলার জন্য ইজরায়েলের প্রতিদিনের খরচ শুনলে চোখ কপালে উঠবে আপনার। জেনে নিন প্রতিদিন কত খরচ হয় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের…

ইরান পরমাণু বোমা বানাচ্ছে। আর তা থেকে ইজরায়েলকে রক্ষা করার কথা বলে গত ১৩ জুন তেহরানে হামলা চালায় ইজরায়েলি সেনা। তেহরান ও আশপাশের এলাকায় পরমাণু ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দেন, ইজরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানের হুমকির বিরুদ্ধে অপারেশন শুরু করেছে ইজরায়েলি সেনা। ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করতে যতদিন সময় লাগুক, এই অভিযান চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইজরায়েলি সেনার হামলার পর পাল্টা হামলা চালায় ইরানও। সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের উপর হামলা চালিয়ে ভুল করেছে ইজরায়েল। এর শাস্তি তারা পাবে। ইজরায়েলে লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে ইরান।

এই পরিস্থিতিতে একদিকে ইরানের হামলা প্রতিহত করতে হচ্ছে ইজরায়েলকে। আবার ইরানের পরমাণু ঘাঁটি করে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। আর এর জন্যই প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে নেতানিয়াহু সরকারের।

প্রতিদিন কত খরচ হচ্ছে ইজরায়েলের?

ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট বলছে, ইরানের হামলা প্রতিহত করতে ও পাল্টা হামলা চালাতে প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে ইজরায়েলের। ভারতীয় মুদ্রায় যা ১ হাজার ৭০০ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ হচ্ছে ইরানের মিসাইলকে প্রতিহত করার কাজে।

ইরানের মিসাইল প্রতিহত করতে ডেভিড স্লিং ও অ্যারো-৩ ব্যবস্থা রয়েছে ইজরায়েলের। একটা মিসাইল প্রতিহত করতে ৭ লক্ষ ডলার এবং ৪ মিলিয়ন ডলার খরচ হয়। গত কয়েকদিনে ইরান ৪০০-র বেশি মিসাইল ছুড়েছে। মিসাইল প্রতিহত করতে ডেভিড স্লিং ও অ্যারো ৩ ব্যবস্থা সক্রিয় করতে হয়েছে।

আবার ইরানে হামলার জন্য F-35 এক হাজার মাইল উড়ে গিয়েছে। এই যুদ্ধবিমানগুলি উড়ানের জন্য প্রতি ঘণ্টায় খরচ হয় ১০ হাজার ডলার। এছাড়া JDAM ও MK84 বোমার জন্য আলাদা করে খরচ রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, ইরানের যে সংঘাত একমাস জারি থাকলে ইজরায়েলের ১২ বিলিয়ন ডলার খরচ হতে পারে। ফলে ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ করার জন্য নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে।

আবার ইঞ্জিনিয়াররা বলছেন, ইরানের মিসাইল হানায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংস্কারের জন্য ৪০০ মিলিয়ন ডলার খরচ হবে। কারণ, কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ হাজারের বেশি মানুষকে স্থানান্তরিত করতে হয়েছে। ইজরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারও এখন বন্ধ রয়েছে।

ব্যাঙ্ক অব ইজরায়েলের প্রাক্তন গভর্নর কারনিট ফ্লুগ ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, এই সংঘাতের সময় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখাই চ্যালেঞ্জ। সংঘাত এক সপ্তাহ চললে এক বিষয়। আর তা ২ সপ্তাহ কিংবা এক মাস হলে তা সম্পূর্ণ অন্যরকম হবে।