
ঢাকা: মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবর রহমানের সেই স্লোগান যাতে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আর না থাকে, সেই আর্জি জানিয়েছিল সরকার। আর্জিকে মান্যতা দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টও। কিন্তু তাতে কি আর ঠেকানো যায়! শহর থেকে গ্রাম, অলি-গলি ভরে যাচ্ছে সেই স্লোগানে।
২০২০ সালে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে বাংলাদেশের হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মহম্মদ ইউনূসের তত্ত্বাবধানে থাকা অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ এই রায় দেয়। ২০২০ সালের হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।
এদিকে, যে ‘জয় বাংলা’ স্লোগান মুছে ফেলার ডাক দিয়েছে ইউনূস সরকার, বাংলাদেশের অলি গলি এখন ছেয়ে গিয়েছে সেই ‘জয় বাংলা’ লেখা পোস্টারে। স্লোগানে ভরে গিয়েছে বাংলাদেশের পাবনা শহরের জজ কোর্ট, প্রশাসনিক কার্যালয় , পুরসভা, জেলা পরিষদ, দুর্জয় বাংলা, এডওয়ার্ড কলেজ, পাবনা জেলা স্কুল সহ পাবনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়াল। প্রায় সর্বত্রই এই পোস্টার বা দেওয়াল লিখন দেখা যাচ্ছে।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ করেই কি জেগে উঠেছে বর্তমান সরকার বিরোধী শক্তি। প্রাধান্য পাচ্ছে আওয়ামী লীগ! চলছে জোর চর্চা। এদিকে, আজ শুক্রবার আওয়ামি লীগের বিশাল মিছিল দেখা যায় বাংলাদেশের রাস্তায়। ভয় কাটিয়ে পথে নেমেছে আওয়ামি লীগ। দেখা গেল ছাত্র-যুবদের।