Bizarre: পিস্তল নিয়ে MRI করতে ঢুকেছিলেন মহিলা, নিজের নিতম্বেই খেলেন গুলি
MRI Mishap: ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বলছে, "মহিলার কোমরের পিছনের দিকে পিস্তল লুকানো ছিল। যেটি লোহার তৈরি। এমআরআই করাতে ম্যাগনেট রুমে আনা হয় মহিলাকে। এরপর মহিলা এমআরআই মেশিনে ঢুকতেই পিস্তলটি চুম্বকের দিকে ছিটকে যায় এবং এক রাউন্ড গুলি চলে।"

আমেরিকা: এমআরআই করতে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি। নিতম্বে গুলি খেলেন মহিলা। মার্কিন মুলুকে সম্প্রতি এমনই এক কাণ্ডের কথা প্রকাশ্যে এসেছে। কোমরের পিছনের দিকে পিস্তল গুঁজে এমআরআই করতে গিয়েছিলেন তিনি। গুলিভর্তি পিস্তল। সেই পিস্তল লুকিয়ে নিজের সঙ্গে নিয়েই এমআরআই করতে ঢুকেছিলেন। এমআরআই মেশিনে অতি শক্তিশালী চুম্বক থাকে। সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অ্যাক্টিভেট হতেই নিমেষের মধ্যে ঘটে যায় এই অঘটন। ধাতব ওই পিস্তলের ট্রিগারে চাপ লেগে গুলি চলে যায়। সেই গুলি গিয়ে লাগে মহিলার নিতম্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই তথ্য জানানো হয়েছে।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বলছে, “মহিলার কোমরের পিছনের দিকে পিস্তল লুকানো ছিল। যেটি লোহার তৈরি। এমআরআই করাতে ম্যাগনেট রুমে আনা হয় মহিলাকে। এরপর মহিলা এমআরআই মেশিনে ঢুকতেই পিস্তলটি চুম্বকের দিকে ছিটকে যায় এবং এক রাউন্ড গুলি চলে। রোগীর ডান নিতম্বে গিয়ে লাগে সেই গুলি।”
যদিও আঘাত গুরুতর নয়। গুলি স্পর্শ করে বেরিয়ে যায় শরীর। হাসপাতালের চিকিৎসক ওই মহিলাকে পরীক্ষা করে দেখেন। এফডিএ-র রিপোর্ট বলছে, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন গুলির প্রবেশ ছিদ্র ও বেরনোর ছিদ্র উভয়ই খুব ছোট। শুধুমাত্র ত্বকের নীচের স্তরের কিছু কোশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ওই ঘটনার পর মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং ক্ষতস্থানের চিকিৎসা করা হয়। আপাতত মহিলা পুরোপুরি সুস্থ রয়েছেন।
তবে ওই মহিলা কীভাবে এমআরআই রুমে এমন প্রাণঘাতী অস্ত্র নিয়ে ঢুকে পড়লেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এফডিআই-এর তথ্য বলছে, এমআরআই করতে যাওয়ার আগে সাধারণভাবে যে স্ক্রিনিং প্রক্রিয়া হয়, তা এক্ষেত্রেও হয়েছিল। তাঁর কাছে লোহার কোনও জিনিস রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় পিস্তলের বিষয়ে কিছুই জানাননি ওই মহিলা।
