Donald Trump on India: ‘সবসময় মোদীর বন্ধু’, ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে ফের U-টার্ন ট্রাম্পের! এবার কী যুক্তি দিলেন?

India-China-Russia: একটি ছবি পোস্ট করেন ট্রাম্প, তাতে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবির ক্যাপশনেই ট্রাম্প লিখেছিলেন, "দেখে মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে চিনের কাছে হারিয়ে ফেললাম।"

Donald Trump on India: সবসময় মোদীর বন্ধু, ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে ফের U-টার্ন ট্রাম্পের! এবার কী যুক্তি দিলেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Sep 06, 2025 | 7:52 AM

ওয়াশিংটন: ভারতের উপরে আমেরিকার দাদাগিরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতে শুল্ক চাপিয়ে ট্রাম্প চেয়েছিলেন রাশিয়াকে চাপে রাখতে। তবে তাঁর সেই পরিকল্পনা খুব একটা কার্যকর হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ভারতে ৫০ শতাংশ শুল্ক জারি করতেই কাছাকাছি এসেছে চিন, রাশিয়া ও ভারত। আর তাতেও আপত্তি ট্রাম্পের। শুক্রবারই তিনি পোস্ট করে লিখেছিলেন, “চিনের কাছে হয়তো ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম”। এবার সেই মন্তব্যের ব্য়াখ্য়াও দিলেন ট্রাম্প।

শুক্রবার, ৫ সেপ্টেম্বরের বিকেলে হঠাৎ হইচই ফেলে দেয় মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তাঁরই লেখা একটি পোস্ট। একটি ছবি পোস্ট করেন ট্রাম্প, তাতে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবির ক্যাপশনেই ট্রাম্প লিখেছিলেন, “দেখে মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে চিনের কাছে হারিয়ে ফেললাম। ওদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।

হোয়াইট হাউসে সংবাদসংস্থা এএনআই যখন এই পোস্টের ব্যাখ্যা চেয়ে প্রশ্ন রাখে, তার উত্তরে ট্রাম্প ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়েই ক্ষোভ-দুঃখ প্রকাশ করেন। চিনের কাছে ভারতের মতো ভাল বন্ধুকে হারিয়ে ফেলার জন্য তিনি কাকে দোষ দেন, এই প্রশ্নে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। আমি খুব আশাহত যে ভারত রাশিয়ার কাছ থেকে এত তেল কিনছে। আমি সে কথা জানিয়েছি। আমরা ভারতের উপরে চড়া শুল্ক বসিয়েছি, ৫০ শতাংশ শুল্ক। আপনারা জানেন, মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম।”

ট্রাম্প আরও বলেন, “নরেন্দ্র মোদী আমার বিশেষ বন্ধু। সবসময় বিশেষ থাকবেন। আমি তাঁকে খুব পছন্দ করি। কিন্তু এই মুহূর্তে তিনি যা করছেন, সেটা ঠিক নয়। ভারত ও আমেরিকার মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে।”

ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই পোস্ট ও মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

শুক্রবারই মার্কিন প্রেসিডেন্টের সচিব পিটার ন্যাভারো, যিনি বাণিজ্য ও উৎপাদন নিয়ে পরামর্শ দেন, তিনি অভিযোগ করেন যে রাশিয়ার থেকে তেল কিনে মুনাফা লুটছে ভারত। ভারতের চড়া শুল্কের কারণে আমেরিকায় চাকরিতেও প্রভাব পড়ছে বলে তিনি দাবি করেন।  অন্যদিকে আবার হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট বলেন যে ভারত রাশিয়ার থেকে এখনও তেল কেনা না থামানোয় মার্কিন প্রেসিডেন্ট ও বাণিজ্য পরামর্শদাতার দল আশাহত। তবে এখনও তারা ইতিবাচক কিছু হবে, এই আশা রাখছেন।