ওয়াশিংটন: আমেরিকায় ‘বিকৃত’ হল জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তি। গতকাল কৃষক আন্দোলনের সমর্থনে ওয়াশিংটনে শিখ তরুণ-তরুণীরা জমায়েত করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। হঠাৎ শিখ সম্প্রদায়ভুক্ত অন্য এক খালিস্তানি দল পতাকা হাতে এসে ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে।
তখনই এক দল অল্প বয়সী খালিস্তানিরা চড়াও হয় গান্ধী মূর্তিতে। খালিস্তানি পতাকায় ঢেকে ফেলে মহাত্মা গান্ধীর মুখ। শুধু তাই নয়, গান্ধী মূর্তির গলায় ঝুলিয়ে দেওয়া হয় নরেন্দ্র মোদীর পোস্টার। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ওয়াশিংটনে গান্ধী মূর্তির পাদদেশ।
#WATCH | Washington DC: Khalistan flag draped over Mahatma Gandhi statue near the Indian embassy. Protesters were demonstrating against the Farm bills. pic.twitter.com/8G9ngHyAeZ
— ANI (@ANI) December 12, 2020
সম্পূর্ণ ঘটনাই ঘটে আমেরিকায় ভারতীয় দূতাবাসের একেবারে সামনে। গান্ধী মূর্তি ‘বিকৃত’ করার ঘটনায় ইতিমধ্যে বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় দূতাবাস। বিবৃতিতে সাফ জানানো হয়েছে, ১২ ডিসেম্বর খালিস্তানি গুন্ডারা শান্তি ও ন্যায়ের প্রতীককে অপমান করেছেন। যার তীব্র নিন্দা জানায় দূতাবাস।
আরও পড়ুন: কীভাবে ফুসফুসের ক্ষতি করে করোনা? মার্কিন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
দেশে ১৮ দিন ধরে চলছে কৃষক আন্দোলন। তার আঁচ গিয়ে পড়েছে ব্রিটেন-আমেরিকাতেও। গত কাল আমেরিকার মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি-সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গাড়ি নিয়ে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল বের করেছিলেন শিখ সম্প্রদায়ভুক্তরা। কিন্তু হঠাৎই হলুদ পতাকা নিয়ে মিছিল দখল করে নেয় খালিস্তানিরা। তারপরেই ঘটে এই বিপত্তি।