AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কীভাবে ফুসফুসের ক্ষতি করে করোনা? মার্কিন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি, প্রোটিনের তারতম্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস।

কীভাবে ফুসফুসের ক্ষতি করে করোনা? মার্কিন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রতীকী চিত্র
| Updated on: Dec 13, 2020 | 4:52 PM
Share

বোস্টন: প্রতিষেধকের বিষয়ে ক্রমাগত সুখবর আসছে। তবু সংক্রমণের গতিতে বিন্দুমাত্র রাশ নামছে না। গত কালও আমেরিকায় করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। করোনা আক্রান্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। কেন? কীভাবে ফুসফুসকে দুর্বল করে দিচ্ছে কোভিড! সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গবেষণা করেছেন বোস্টনের একদল গবেষক। ইতিমধ্যে বিভিন্ন সাময়িকীতে প্রকাশিতও হয়েছে সে কথা।

বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি, প্রোটিনের তারতম্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। তাঁদের মতে করোনা আক্রান্ত হলে পরিবর্তন আসে ফসফোরিলেশন প্রোটিন প্রক্রিয়ায়। ফসফোরিলেশন প্রক্রিয়ার মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় কোষের স্বাস্থ্য। করোনাভাইরাসের সংক্রমণের ফলে এই প্রক্রিয়া সম্পূর্ণ ব্যাহত হয়। ফলস্বরূপ দুর্বল হয়ে পড়ে কোষগুলি। আসতে আসতে ফুসফুসের কোষগুলিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে করোনাভাইরাস।

আরও পড়ুন: করোনা রুখছে ফাইজ়ার! আমেরিকায় সোমবারই শুরু টিকাকরণ

এইভাবে কোষগুলিকে ধ্বংস করে দিয়ে অন্য কোষে ঢোকে কোভিড। সঙ্গে সঙ্গে নিজেদের সংখ্যায়ও বাড়াতে থাকে করোনা। যার মাধ্যমে একের পর এক কোষকে ধ্বংস করে ফেলে ভাইরাস। এমনটাই জানিয়েছেন, বোস্টনের গবেষক এন্ড্রিউ এমিলি।

তবে তাঁদের দাবি ইতিমধ্যেই ১৮ টি ক্লিনিক্যালি অনুমোদনপ্রাপ্ত ওষুধ রয়েছে যা এই ক্ষেত্রে মানব দেহকে সারিয়ে তুলতে পারে। তাঁদের বিশ্বাস এই গবেষণার মাধ্যমে করোনাকে প্রতিহত করা আরও সহজ হবে।