New York Subway: মেট্রোর মধ্যেই ১৫ মিনিট ধরে গলা চেপে ধরল সহযাত্রী, ছটফটিয়ে মৃত্যু যুবকের
সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে এক ব্যক্তির গলা পিছন থেকে হাত দিয়ে চেপে ধরে রেখেছেন এক যুবক। যাঁর গলা চিপে ধরে রাখা হয়েছে। তিনি হাত পা ছু়ড়ে ছাড়ানোর চেষ্টা করছিলেন। আশপাশে এক জন ওই ব্যক্তির হাত ছাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু অভিযুক্ত কিছুতেই ছাড়েননি বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে এক ব্যক্তির গলা পিছন থেকে হাত দিয়ে চেপে ধরে রেখেছেন এক যুবক। যাঁর গলা চিপে ধরে রাখা হয়েছে। তিনি হাত পা ছু়ড়ে ছাড়ানোর চেষ্টা করছিলেন। আশপাশে এক জন ওই ব্যক্তির হাত ছাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু অভিযুক্ত কিছুতেই ছাড়েননি বলে অভিযোগ। ট্রেনের বাকি যাত্রীরা পুলিশকে খবর দেন। পরের স্টেশন এলে পুলিশ আসে সেখানে। নেমে যান বাকি যাত্রীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক আমেরিকার এক সংবাদমাধ্যমে বলেছেন, “এক ব্যক্তি ট্রেনে উঠে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। সে কোনও বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। সে জেলে যেতেও ভয় পায় না। যাবজ্জীবন সাজার ভয় পায় না। ওই ব্যক্তির এই কথা শুনে যাত্রীদের অনেকেই ভয় পেয়ে যান। তখন ওই যুবক পিছন থেকে এসে তাঁর গলা পেঁচিয়ে ধরেন। প্রায় ১৫ মিনিট ধরে পেঁচিয়ে ধরেছিলেন। কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হবে, এটা কেউ ভাবেনি।”