কেন্টাকি: আমেরিকায় ভয়ঙ্কর টর্নেডো। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার মধ্যরাতে ওই বিধ্বংসী ঘূর্ণিঝড়ে অন্নত ৫০ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে কেন্টাকির বিস্তীর্ণ এলাকা। সাম্প্রতিক অতীতে এমন ভয়ঙ্কর টর্নেডো দেখেনি কেন্টাকি।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, টর্নেডোর এমন ভয়ঙ্কর রূপ আগে দেখেনি কেন্টাকি। শুধু কেন্টাকিই নয়, এর সঙ্গে আশেপাশের প্রদেশগুলিতেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের জন্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
ঘূর্ণিঝড়ের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমে পড়েছে কেন্টাকির বিপর্যয় মোকাবিলা বিভাগ। কিন্তু স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্তও মৃতের সংখ্যা কিংবা কতজন আহত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।
Last night Western Kentucky experienced some of the worst tornado damage we’ve seen, and we are urging everyone to please stay safe as there are still active cells. 1/3 pic.twitter.com/jkv1sqf3za
— Governor Andy Beshear (@GovAndyBeshear) December 11, 2021
মেফিল্ড এবং পশ্চিম কেন্টাকিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের পথে যা কিছু এসেছে, সব তছনছ করে দিয়ে বেরিয়ে গিয়েছে টর্নেডো। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঝড়ের সময়ে এক মোমবাতি তৈরির কারখানায় অন্তত ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন কেন্টাকির গভর্নর বেশিয়ার।
এদিকে টেনেসিতে, টর্নেডো এবং তার জেরে ভয়ঙ্কর আবহাওয়ায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। টেনেসি প্রদেশের বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র ডিন ফ্লেনার এ কথা জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, উত্তর আরকানসাসের মনেটে একটি নার্সিং হোমের ছাদ টর্নেডোর দাপটে উড়ে যাওয়ায় অন্তত একজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছে।
ইলিনয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সেন্ট লুইসের কাছে আমাজ়নের একটি গুদামের ছাদ আংশিকভাবে ধসে পড়ার পরেছে এবং তাতে অনেকে আটকে পড়েছেন।
কেন্টাকির গভর্নর ইতিমধ্যেই প্রদেশে জরুরিকালীন পরিস্থিতি ঘোষণা করেছেন। তাঁর কথায় এই টর্নেডো দীর্ঘ অতীতে দেখা সবথেকে ভয়ঙ্কর টর্নেডো।
ঝড়ের জেরে পশ্চিম কেন্টাকিতে এক মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। যদিও ওই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্টর্ম প্রেডিকশন সেন্টারের অপারেশন চিফ বিল বান্টিং বলেছেন, অন্তত পাঁচটি প্রদেশে টর্নেডোতে তাণ্ডব চালিয়েছে। ইলিনয়, কেন্টাকি, টেনেসি, মিসৌরি এবং আরকানসাস – এই প্রদেশগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিধ্বংসী টর্নেডোয়।
আরও পড়ুন : Bangladesh: ‘আমরা প্রতিনিয়ত আইন ভঙ্গ করছি’, কেন এমন বললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী?
আরও পড়ুন : India helps Afghanistan: আফগানিস্তানে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ভারত, জানাল বিদেশমন্ত্রক