Fire at gas station: গ্যাস স্টেশনে ভয়াবহ আগুন, মৃত শিশু-সহ অন্তত ২৭
Russia: প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ আগুনে আস্ত একটি একতলা বাড়ি ঝলসে যায়। দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ জানান, প্রায় ৬০০ বর্গমিটার জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।

মস্কো: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটল গ্যাস স্টেশনে (Gas station)। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। যার মধ্যে ৩ শিশুও রয়েছে। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সকালে রাশিয়ার (Russia) দাগেস্তান শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবরটি নিশ্চিত করেছে রাশিয়ার আপৎকালীন মন্ত্রক। ২৬০ জন দমকলকর্মী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন বলে আপৎকালীন মন্ত্রক জানিয়েছে।
রাশিয়ার আপৎকালীন মন্ত্রকের তরফে টেলিগ্রাম বার্তা দিয়ে জানানো হয়েছে, দাগেস্তানের রাজধানী মাখাচাকালায় এক রাস্তার পাশে একটি গাড়ি মেরামত কারখানায় প্রথমে আগুন ধরে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গ্যাস স্টেশনে। এরপরই গোটা এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। গ্যাস স্টেশনে আগুনের লেলিহান শিখা পৌঁছনো মাত্রই পরপর বিস্ফোরণ ঘটে এবং আশপাশের বহুতলে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী।
মঙ্গলবার সকালে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ৬৬ জন গুরুতর জখম হন এবং ১২ জনের মৃত্যু হয়। যার মধ্যে ৩ শিশু ছিল। পরে গুরুতর আহত আরও ১৫ জনের মৃত্যুর খবর আসে। শেষ পাওয়া খবর পর্যন্ত, গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ আগুনে আস্ত একটি একতলা বাড়ি ঝলসে যায়। দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ জানান, প্রায় ৬০০ বর্গমিটার জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাণহানির পাশাপাশি অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
