Fire in Mexico Bar: ‘বদলা’ নিতে পানশালায় আগুন ধরাল ব্যক্তি, পুড়ে মৃত অন্তত ১১

Fire: আচমকা অগ্নিকাণ্ডে পানশালার ভিতরই ঝলসে মৃত্যু হয় ৪ মহিলা-সহ ৭ জনের। তারপর খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Fire in Mexico Bar: 'বদলা' নিতে পানশালায় আগুন ধরাল ব্যক্তি, পুড়ে মৃত অন্তত ১১
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 12:09 AM

মেক্সিকো সিটি: পানশালায় (Bar) গিয়ে মহিলার সঙ্গে অভদ্র আচরণ করেছিল। সেজন্য অভিযুক্ত ব্যক্তিকে পানশালা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। আর তারই বদলা নিতে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল অভিযুক্ত ব্যক্তি। ওই পানশালায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বিধ্বংসী ওই অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে ১১ জনের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর (Mexico) একটি শহরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেক্সিকোর সোনোরা প্রদেশের সান লুইস রিও কোলোরকাডো শহরে একটি জনপ্রিয় পানশালায় শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ওই অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে ৪ মহিলা রয়েছেন। এছাড়া গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৪ জন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি প্রথমে ওই পানশালায় গিয়ে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন। তার জেরে তাঁকে পানশালা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। সেই ঘটনারই বদলা নিতে ওই ব্যক্তি কিছুক্ষণ পর পুনরায় পানশালায় ফিরে আসেন এবং কোনও দাহ্য বস্তু দিয়ে পানশালার ভিতর আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ।

আচমকা অগ্নিকাণ্ডে পানশালার ভিতরই ঝলসে মৃত্যু হয় ৪ মহিলা-সহ ৭ জনের। তারপর খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অগ্নিকাণ্ডে অনেকে জখমও হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে এই অগ্নিকাণ্ডের পর থেকেই এলাকাছাড়া অভিযুক্ত ব্যক্তি। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।