এফডিএর কাছে অনুমোদনের আবেদন করল মডার্না! ইউরোপেও আসতে পারে ‘দ্বিতীয়’ করোনা প্রতিষেধক

সুমন মহাপাত্র |

Dec 03, 2020 | 12:21 AM

মডার্নার (Moderna) দাবি তাদের প্রতিষেধক ৯৪.১ শতাংশ কার্যকরী। ইতিমধ্যেই মডার্নাকে অনুমোদন দেওয়া হবে কিনা তা স্থির করার জন্য উপদেষ্টা কমিটি তৈরি করেছে মার্কিন এফডিএ।

এফডিএর কাছে অনুমোদনের আবেদন করল মডার্না! ইউরোপেও আসতে পারে দ্বিতীয় করোনা প্রতিষেধক
প্রতীকী চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: প্রথম অনুমোদন পেলেও দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল শেষ হয়নি রাশিয়ার ভ্যাকসিনের। বিশ্ববাসীর কাছে এখনও সর্বজনীন কোনও প্রতিষেধক নেই। মডার্না (Moderna), ফাইজ়ার (Pfizer), অক্সফোর্ড ও স্পুটনিক-ভি প্রত্যেকেই দাবি করেছে তাদের প্রতিষেধক সফল। ফাইজ়ারের প্রতিষেধককে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ব্রিটেন। এবার আমেরিকার (USA) ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনুমোদন চেয়ে আবেদন করল মডার্না।

মডার্নার (Moderna) দাবি তাদের প্রতিষেধক ৯৪.১ শতাংশ কার্যকরী। ইতিমধ্যেই মডার্নাকে অনুমোদন দেওয়া হবে কিনা তা স্থির করার জন্য উপদেষ্টা কমিটি তৈরি করেছে মার্কিন এফডিএ। ১৭ ডিসেম্বর প্রতিষেধকের অনুমোদন দেওয়ার বিষয়ে আলোচনায় বসবে উপদেষ্টা কমিটি। মডার্না ছাড়াও আশানুরুপ ফলের দাবি করছে ফাইজ়ার। জার্মান বায়োনটেকের সঙ্গে হাত মিলিয়ে করোনা প্রতিষেধক তৈরি করেছে ফাইজ়ার। তাদের দাবি করোনা রুখতে ৯৫ শতাংশ কার্যকরী ফাইজ়ার।

এফডিএর কাছে অনুমোদনের জন্য আগেই আবেদন করেছে ফাইজ়ার। ফাইজ়ারকে আপদকালীন অনুমোদন দেওয়ার কথা ভাবছে মার্কিন এফডিএ। তার মধ্যেই আবেদন জমা করল মডার্না। সংস্থার প্রধান মেডিক্যাল অফিসার তাল জাকস জানিয়েছেন, তাদের ভ্যাকসিন যে কার্যকরী তা প্রমাণের জন্য যথেষ্ট তথ্য তাদের কাছে রয়েছে। তিনি এ-ও বলেছেন, “অতিমারিতে গুরুত্বপূর্ণ অংশ হবে ফাইজ়ার।” ব্রিটেনে অনুমোদন পাওয়ার পর ফাইজ়ারের তরফে এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে জানিয়েছেন ফাইজ়ার কর্তা।

আরও পড়ুন: হাতে আসছে করোনা প্রতিষেধক! আগামী সপ্তাহেই ভ্যাকসিন পাবেন ব্রিটিশরা

এছাড়াও ভ্যাকসিনের দৌড়ে রয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক। প্রথমে দারুণ ফল করলেও ডোজ় সংক্রান্ত জট এখনও কাটেনি অক্সফোর্ড ভ্যাকসিনের। কয়েক দিন আগেই নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে এই প্রতিষেধককে কেন্দ্র করে। ট্রায়ালের ফলে দেখা গিয়েছে যেসব স্বেচ্ছাসেবকরা ভ্যাকসিনের বুস্টার ডোজ়ের পরিবর্তে হাফ ডোজ় নিয়েছেন তাদের উপর ভাল কাজ করেছে ফাইজ়ারের প্রতিষেধক।

Next Article