হাতে আসছে করোনা প্রতিষেধক! আগামী সপ্তাহেই ভ্যাকসিন পাবেন ব্রিটিশরা

প্রতিষেধক অনুমোদন পাওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত ব্রিটেনের স্বাস্থ্য সচিব মেট হেনক (Mat Hanock)। টুইট করে তিনি লিখেছেন, "সাহায্য আসছে। এমএইচআরএ ফাইজ়ার-বায়োনটেকের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে।"

হাতে আসছে করোনা প্রতিষেধক! আগামী সপ্তাহেই ভ্যাকসিন পাবেন ব্রিটিশরা
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 8:10 PM

TV9 বাংলা ডিজিটাল: ফাইজ়ারের (Pfizer) করোনা প্রতিষেধককে প্রথম অনুমোদন দিয়েছে ব্রিটেন। সে দেশের সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী সপ্তাহেই দেশের বিভিন্ন জায়গায় উপলব্ধ হয়ে যাবে এই করোনা প্রতিষেধক। ব্রিটেনে প্রথমে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক গুরুতর আক্রান্তদের দেওয়া হবে করোনা প্রতিষেধক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছে, করোনা অতিমারি থেকে সারা বিশ্বকে বাঁচাতে পারে একমাত্র ভ্যাকসিনই। ফাইজ়ারের অনুমোদনে সারা বিশ্ব সেই স্বপ্নই দেখছে।

আজ বুধবার ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলাটারি এজেন্সি (MHRA)অনুমোদন দেয় ফাইজ়ারের প্রতিষেধককে। ব্রিটেনের ভ্যাকসিন কমিটি স্থির করবে কারা আগে করোনা প্রতিষেধক পাবেন। ইতিমধ্যেই ব্রিটেনের অনুমোদন দেওয়ার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ফাইজ়ারের সিইও অ্যালবার্ট বৌরলা। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন যে খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশে করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করবে তাঁর সংস্থা।

প্রতিষেধক অনুমোদন পাওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত ব্রিটেনের স্বাস্থ্য সচিব মেট হেনক (Mat Hanock)। টুইট করে তিনি লিখেছেন, “সাহায্য আসছে। এমএইচআরএ ফাইজ়ার-বায়োনটেকের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে।” পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, আগামী সপ্তাহেই টিকাকরণ শুরু হবে ব্রিটেনে। বিশ্বের প্রথম ক্লিনিকাল ট্রায়ালে পাস করা প্রতিষেধকের অনুমোদন দিল ব্রিটেন।

আরও পড়ুন: পাকিস্তানের পরমাণু কেন্দ্রে ‘জ্বালানি’ দিচ্ছে চিন, ভারতকে চাপে রাখার কৌশল বেজিংয়ের!

ফাইজ়ার ও মডার্না (Moderna) দুই সংস্থাই তাদের করোনা প্রতিষেধকের ৯০ শতাংশের বেশি কার্যকরিতার দাবি তুলেছিল। ব্রিটেন ছাড়াও মার্কিন এফডিএর কাছে অনুমোদন চেয়ে আবেদন জমা করেছে ফাইজ়ার। বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন এফডিএও খুব তাড়াতাড়িই অনুমোদন দিতে পারে ফাইজ়ারের প্রতিষেধককে। এফডিএর কাছে ফাইজ়ার ছাড়াও অনুমোদন চেয়েছে মডার্না। উপদেষ্টাদের একটি দল এই প্রতিষেধকের অনুমোদনের বিষয়ে আলোচনা করছে।