নতুন বছরেই বিশ্ববাসীকে প্রতিষেধক উপহার দেবে মডার্না! আসছে ১০০ কোটি ডোজ়

সুমন মহাপাত্র |

Dec 04, 2020 | 3:35 PM

বৃহস্পতিবার মডার্না জানিয়েছে ২০২১ সালের জুন মাসের মধ্যেই সারা বিশ্বের হাতে একটা বড় পরমাণে ভ্যাকসিনের ডোজ় তুলে দেবে তারা। কোম্পানির দাবি নতুন বছরের ছয় মাসের মধ্যেই প্রায় ১০ কোটি ভ্যাকসিন মার্কিন নাগরিকদের হাতে তুলে দেবে তারা।

নতুন বছরেই বিশ্ববাসীকে প্রতিষেধক উপহার দেবে মডার্না! আসছে ১০০ কোটি ডোজ়
প্রতীকী চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: কবে আসবে ভ্যাকসিন? এই প্রশ্নের কোনও উত্তর এপর্যন্ত ছিল না। তবে সারা বিশ্বকে আশা দেখাচ্ছে ব্রিটেনের সংস্থা মডার্না (Moderna)। ফাইজ়ারের প্রতিষেধককে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ব্রিটেন। মার্কিন এফডিএও কয়েক দিনের মধ্যেই ফাইজ়ারকে অনুমোদন দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার মডার্না জানিয়েছে ২০২১ সালের জুন মাসের মধ্যেই সারা বিশ্বের হাতে একটা বড় পরিমাণে ভ্যাকসিনের ডোজ় তুলে দেবে তারা। কোম্পানির দাবি নতুন বছরের ছয় মাসের মধ্যেই প্রায় ১০ কোটি ভ্যাকসিন মার্কিন নাগরিকদের হাতে তুলে দেবে তারা। তা ছাড়া আমেরিকার বাইরে উপলব্ধ হবে ২ কোটি ভ্যাকসিনের ডোজ়।

আরও পড়ুন: হেরেও ‘সমহিমায়’ ট্রাম্প! চিনকে আরও চাপে ফেলতে নতুন আইন আনছে হোয়াইট হাউস

২০২১ সালের মধ্যেই ৫০ থেকে ১০০ কোটি ভ্যাকসিন তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মডার্না। ট্রায়ালে দারুণ ফল করেছে মডার্নার ভ্যাকসিন। প্রায় ৯৪ শতাংশ কার্যকরী বলে দাবি করেছিলেন মডার্নার গবেষকরা। ব্রিটেনে বরিস জনসনের সরকার জানিয়েছে প্রথমে স্বাস্থ্যকর্মীরা ও তারপর গুরুতর আক্রান্ত বয়স্করা পাবেন এই করোনা প্রতিষেধক। তবে ভারতে কবে এই করোনা প্রতিষেধক আসবে তা এখনও নিশ্চিত করে বলেনি কোনও পক্ষই। ভারতে এখন ভ্যাকসিনের ট্রায়ালের দৌড়ে এগিয়ে আছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন (Covaxin), জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি (Zycov-D) ও রাশিয়ার স্পুটনিক-ভি (Sputnik-V)এর।

Next Article