হেরেও ‘সমহিমায়’ ট্রাম্প! চিনকে আরও চাপে ফেলতে নতুন আইন আনছে হোয়াইট হাউস

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে অদূর ভবিষ্যতে এমন একটি বিলে সই করতে চলেছেন ট্রাম্প, যার মাধ্যমে মার্কিন এক্সচেঞ্জ থেকে বাদ পড়বে একাধিক চিনা সংস্থা।

হেরেও 'সমহিমায়' ট্রাম্প! চিনকে আরও চাপে ফেলতে নতুন আইন আনছে হোয়াইট হাউস
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 03, 2020 | 9:00 PM

TV9 বাংলা ডিজিটাল: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রেসিডেন্ট থাকাকালীন চিনের সঙ্গে আমেরিকার সংঘাত চরমে উঠেছে। বিশেষজ্ঞরা বলেছিলেন হোয়াইট হাউসে শেষ দিন পর্যন্ত বেজিংকে নিশানা করে যাবেন ট্রাম্প। অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সে কথা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে অদূর ভবিষ্যতে এমন একটি বিলে সই করতে চলেছেন ট্রাম্প, যার মাধ্যমে মার্কিন এক্সচেঞ্জ থেকে বাদ পড়বে একাধিক চিনা সংস্থা।

ইতিমধ্যেই সেনেটের গণ্ডি অতিক্রম করে ফেলেছে সেই বিল। বুধবার তাতে সমর্থন জুগিয়েছে ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’। এবার এই বিলে ট্রাম্প সই করে দিলেই ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথম সারির বেশ কিছু চিনা কোম্পানি। মার্কিন এক্সচেঞ্জ থেকে বাদ পড়তে পারে আলিবাবা, পেট্রোচায়না লিমিটেডের মতো একাধিক নামজাদা সংস্থা।

আরও পড়ুন: ধর্মীয় আবেগে আঘাত করে ‘অশান্তি’ করছে পাকিস্তান! রাষ্ট্রসঙ্ঘে ইমরান সরকারকে ‘উত্তম-মধ্যম’ শোনাল ভারত

চলতি সপ্তাহেই চিনের দুটি সংস্থাকে সামরিক যোগ থাকার দায়ে কালো তালিকাভুক্ত করেছেন ট্রাম্প। তার আগে ৭০ পাতার চিন বিরোধী বার্তা দিয়েছে হোয়াইট হাউস। এবার এই আইন জারি হলে আরও চাপে পড়বে চিন। জানুয়ারিতেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হয়ে আসবেন জো বাইডেন। বিশেষজ্ঞরা বলছেন তার আগে সর্বশক্তি দিয়ে চিন বিরোধিতা করে যাবেন ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বাইডেন এলে চিনের প্রতি কিছুটা নরম হতে পারে আমেরিকা। কিন্তু ট্রাম্প যতদিন মসনদে আছেন ততদিন চিনের সঙ্গে সুসম্পর্কের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। নতুন বিলে ট্রাম্প সই করে দিলেই আইন অনুযায়ী, ইউএস অডিটিং স্ট্যান্ডার্সের আওতায় আসতে হবে প্রত্যেকটি চিনা সংস্থাকে।