Video: সিঙ্গাপুরেও ‘মহারাষ্ট্রর স্পন্দন’, নিজের হাতকে সামলাতে পারলেন না মোদী…

Sep 04, 2024 | 5:56 PM

Modi in Singapore: ব্রুনেই সফর সেরে বুধবার (৪ সেপ্টেম্বর), সিঙ্গাপুরে পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী মেরিনা বে-তে তাঁকে গানে-নাচে স্বাগত জানালেন সেই দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়। আর সেই উচ্ছ্বাস উৎসাহ দেখে নিজের হাতকে আর সামলে রাখতে পারলেন না প্রধানমন্ত্রী।

Video: সিঙ্গাপুরেও মহারাষ্ট্রর স্পন্দন, নিজের হাতকে সামলাতে পারলেন না মোদী...
সিঙ্গাপুরে ঢোল বাজালেন প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: PTI

Follow Us

মেরিনা বে: একদিনের ব্রুনেই সফর সেরে বুধবার (৪ সেপ্টেম্বর), সিঙ্গাপুরে পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী মেরিনা বে-তে তাঁকে গানে-নাচে স্বাগত জানালেন সেই দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়। ‘লাভানি’ নামে মহারাষ্ট্রর এক লোকনৃত্য পরিবেশন করছিলেন তাঁরা। আচমকাই প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়, ঢোলের কাঠি হাতে তুলে নিতে। তারপর তিনি একেবারে ছন্দে ছন্দে বাজালেন ঢোল। আর সেই তালে তালে চলল ‘লাভানি’ নৃত্য। দ্রুতই প্রধানমন্ত্রীর এই ঢোল বাজানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে।


দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে, সামনেই মহারাষ্ট্রর বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর বিদেশ সফরেও থাকল মহারাষ্ট্রর ছোঁয়া। এতে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মহারাষ্ট্রর বিজেপি নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর এইঢোল বাজানোর ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, “যখন সিঙ্গাপুরেও মহারাষ্ট্রের উত্সাহ, সংস্কৃতি এবং উৎসবের স্পন্দন অনুভূত হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও তাতে যোগ না দিয়ে পারেন না। একটিও তাল ভুল না করে নিখুঁতভাবে ঢোল বাজান!”


প্রধানমন্ত্রী মোদী নিজেও সিঙ্গাপুরে এই অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ধন্যবাদ সিঙ্গাপুর!সত্যিই প্রাণবন্তভাবে আমায় স্বাগত জানালেন।” সঙ্গে তিনি একটি ভিডিয়োও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে লাভানি নৃত্যর পাশাপাশি, ভারতীয় চিরায়ত নৃত্য ভরতনাট্যম নাচছেন সিঙ্গাপুরের নৃত্যশিল্পীরা। একইসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীকে হাতের কাছে পাওয়ায় দারুণ উচ্ছ্বাস দেখা যায় প্রবাসী ভারতীয়দের মধ্যেও। কয়েকদিন আগেই গিয়েছে রাখি উৎসব। এক মহিলাকে দেখা যায় প্রধানমন্ত্রীর হাতে রাখি বেঁধে দিতে। একজন, প্রধানমন্ত্রীর ছবির কয়েকটি কাটিং দিয়ে কোলাজ বানিয়ে এনেছিলেন। তাতে স্বাক্ষর করে দেন মোদী। আর বাকিরা তাঁর সঙ্গে হাত মিলিয়ে, তাঁর আশীর্বাদ পেয়েই ধন্য।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article