Iran Next President: খোমেইনির ডান হাত, রাইসির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট হবেন ইনি
Ibrahim Raisi's Death: ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মোখবের। তিনি ইরানের সুপ্রিম নেতা খোমেইনির ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০২১ সালে ইব্রাহিম রাইসি যখন প্রেসিডেন্ট পদে বসেন, তখনই মোখবের-কে ভাইস প্রেসিডেন্ট পদে বসানো হয়।

তেহরান: প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। রাইসির মৃত্যুর পরই শুরু হয়েছে চাপান-উতর। ইরানের এবার প্রেসিডেন্ট কে হবেন? তা-ই এখন সবথেকে বড় প্রশ্ন। জানা গিয়েছে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন।
এ দিন সকালেই ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর মেলে। জানা যায়, আজারবাইজান থেকে ফেরার পথে রবিবার দুর্ঘটনার মুখে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার জেরে জোলফায় ঘন মেঘের আড়ালে হারিয়ে যায় কপ্টারটি। এরপর থেকে আর খোঁজ মিলছিল না। এ দিন সকালে আকাশপথে তল্লাশি চালানোর পর দেখা যায়, জোলফার সবুজ পাহাড়ের উপরে ভেঙে পড়ে রয়েছে কপ্টারটি। দুর্ঘটনাস্থলে কোনও প্রাণের চিহ্ন মেলেনি। এরপরই রাইসির মৃত্যুর ঘোষণা করা হয়।
ইব্রাহিম রাইসির পর প্রেসিডেন্ট হতে চলেছেন মহম্মদ মোখবের। তিনি দেশের অন্তর্বতী প্রেসিডেন্ট। ইরানের সুপ্রিম নেতা খোমেইনি যদি সম্মতি দেন, তবেই মোখবের প্রেসিডেন্ট পদে বসতে পারবেন। প্রেসিডেন্টের মৃত্য়ুর ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে।
১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মোখবের। তিনি ইরানের সুপ্রিম নেতা খোমেইনির ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০২১ সালে ইব্রাহিম রাইসি যখন প্রেসিডেন্ট পদে বসেন, তখনই মোখবের-কে ভাইস প্রেসিডেন্ট পদে বসানো হয়।
মোখবের এর আগে সুপ্রিম নেতার বিনিয়োগ সংস্থা সেদাতের প্রধান ছিলেন। ২০১০ সালে ইউরোপিয়ান ইউনিয়ন মোখবের-কে পরমাণু বা ব্যালেস্টিক মিসাইল তৈরির কাজকর্মের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছিল। দুই বছর পরে যদিও তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
