Bangladesh: বাংলাদেশে অপারেশন ডেভিল হান্টের থাবা, পুলিশের জালে ২১০০-র বেশি, কারা পড়ছে ধরা?
Bangladesh: গত ৮ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিরোধীদের অভিযোগ, সন্ত্রাস দমনের কথা বলা হলেও আদতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এই অপারেশনে।

ঢাকা: অশান্ত বাংলাদেশ। কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই পরিস্থিতিতে সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আর অপারেশন শুরুর চারদিনের মধ্যে ২১০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হল।
গত বছরের অগস্টের প্রথমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দেশের নানা প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। হাসিনার আওয়ামী লীগের নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন। হামলার হাত থেকে রক্ষা পাচ্ছেন না হিন্দু-সহ সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে গত ৮ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সেনা, পুলিশ, বিজিবি, ব়্যাব নেমেছে এই অপারেশনে। বিরোধীদের অভিযোগ, সন্ত্রাস দমনের কথা বলা হলেও আদতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এই অপারেশনে।
অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম তিনদিনে মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল বাংলাদেশের পুলিশ। আর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, আরও ৬০৭ জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ১ হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জন ও অন্যান্য মামলায় ১১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে এখনও পর্যন্ত যেসব অস্ত্র উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ১৩টি ছুরি, ২টি কুড়াল, একটি করাত, ৩টি হাতুড়ি। অপারেশন ডেভিল হান্টে ২টি লাঠিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





