Hafiz Saeed: কল্পনাও করা যাবে না, এমন জায়গায় রয়েছে হাফিজ সইদ! পাকিস্তানের মিথ্যা ফাঁস, লস্কর প্রধানের গোপন ঘাঁটির ছবি প্রকাশ্যে
Hafiz Saeed-Pakistan: ভারত বারবার অভিযোগ করেছে যে হাফিজ সইদ পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে। সেখান থেকেই লস্কর-ই-তৈবা ও তার শাখা সংগঠনগুলি পরিচালন করছে। কিন্তু পাকিস্তানের দাবি, সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগে হাফিজ সইদ জেলে সাজা কাটছেন।

নয়া দিল্লি: সম্প্রতি পহেলগাঁওয়ের জঙ্গি হামলা হোক বা অতীতের ২৬/১১ মুম্বই জঙ্গি হানা, প্রতিবারই উঠে এসেছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নাম। এই জঙ্গি সংগঠনের মাথা হাফিজ সইদ। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে হাফিজ সইদ। যদিও পাকিস্তান বরাবরই তা অস্বীকার করেছে। তবে পাকিস্তানের মিথ্যাচার আর চলল না। এবার হাফিজ সইদের ঠিকানাই সবার সামনে চলে এল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খুঁজে বের করেছে পাকিস্তানে হাফিজ সইদের ঠিকানা। পাক সরকারের কড়া নিরাপত্তাতেই লাহোরে বহাল তবিয়তে রয়েছে হাফিজ সইদ। যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, অতি জনবহুল এলাকায় থাকছে হাফিজ সইদ।
প্রকাশিত স্যাটেলাইট ছবি ও ভিডিয়োয় দেখা যাচ্ছে,

হাফিজ সইদের বাড়ি। ছবি: সংগৃহীত।
পাশে রয়েছে একটি ব্যক্তিগত পার্কও, যা হাফিজের জন্যই তৈরি। ২৪ ঘণ্টা নিরাপত্তায় মোড়া থাকে ওই বাড়ি।
ভারত বারবার অভিযোগ করেছে যে হাফিজ সইদ পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে। সেখান থেকেই লস্কর-ই-তৈবা ও তার শাখা সংগঠনগুলি পরিচালন করছে। কিন্তু পাকিস্তানের দাবি, সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগে হাফিজ সইদ জেলে সাজা কাটছেন। সেই দাবি যে মিথ্যা, তা আবারও প্রমাণ হল।
গত মাসেই হাফিজ সইদের ঘনিষ্ঠ সঙ্গী আবু কাতালের মৃত্যু হয় গোপন হামলায়। এরপরই হাফিজ সইদের নিরাপত্তা বাড়িয়ে দেয় পাক সরকার। সূত্রের খবর, হাফিজের বাড়িটিকেই কার্যত জেলখানায় পরিণত করা হয়েছে। হাফিজ সইদের উপরে হামলা হতে পারে, এই আশঙ্কায় পাক গোয়েন্দা বাহিনী আইএসআই তাঁকে আবু কাতালের শেষকৃত্যেও যেতে দেয়নি।

