
টোকিয়ো: শুধু দেশে নয়, এবার দেশের বাইরেও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। জাপানে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ইউনূস। তাঁর বিরুদ্ধে দেওয়া হল স্লোগান। বিক্ষোভের মুখে পড়ে ইউনূসের বেশ কিছু কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। আজই দেশে ফিরে আসছেন মহম্মদ ইউনূস।
বাংলাদেশে ক্রমে চাপ বাড়ছে মহম্মদ ইউনূসের উপরে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল, এমনকী সেনাবাহিনীও চাপ তৈরি করছে। বিএনপি সহ একাধিক দলই চায়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হোক, কিন্তু সেই দাবি মানতে নারাজ ইউনূস।
বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে ইউনূসের উপরে ক্রমাগত চাপ বাড়ছে, সেই সময়ই জাপান সফরে গিয়েছিলেন মহম্মদ ইউনূস। এবার সেখানেও তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হল। শুক্রবার জাপানে প্রবাসী বাংলাদেশিরা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বাংলাদেশের পতাকা হাতে, শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতেও শোনা যায় তাদের।
বিদেশের মাটিতে এমন বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে খোদ ইউনূস। নির্ধারিত কর্মসূচিও পিছিয়ে দিতে বাধ্য হন। এবার দেশে ফিরে কোন পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে, তা-ই দেখার।