Bangladesh: ঢাকায় পতপত করে উড়ছে পাকিস্তানের পতাকা, আর কী কী দেখতে হবে ইউনূসের বাংলাদেশে?
Bangladesh: গত বছরের অগস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ইউনূস। আর প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করতে দেখা গিয়েছে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। তবে বর্তমানে ইউনূসকে নিয়ে বাংলাদেশে অসন্তোষ বাড়ছে।

ঢাকা: এক বছর আগেও বাংলাদেশে এই ছবি ভাবা যেত না। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশে এবার সেই ছবিই দেখা গেল। বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় গাড়িতে পতপত করে উড়ছে পাকিস্তানের পতাকা। যাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের পতাকা গাড়িতে লাগিয়ে নিঃসঙ্কোচে ঘুরছে দুই যুবক। সেই ভিডিয়ো শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তবে পাকিস্তানের পতাকা লাগানোর প্রতিবাদ করতেও দেখা গিয়েছে ভিডিয়োতে।
লেখিকা তসলিমা নাসরিনের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঢাকার রাস্তায় একটি পিকঅ্যাপ ভ্যানে পাকিস্তানের পতাকা লাগানো। গাড়ি চালাচ্ছেন এক যুবক। পাশে বসে আরও এক যুবক। সেইসময় পাশ দিয়ে যাওয়া কয়েকজন পিকআপ ভ্যানে পাকিস্তানের পতাকা লাগানোর বিরোধিতা করেন।
একজনকে বলতে শোনা যায়, “বাংলাদেশে পাকিস্তানের পতাকা কেন? খোল। আর যদি দেখি পাকিস্তানের পতাকা, তাহলে ফেলে মারব। পাকিস্তানের পতাকা বাংলাদেশে হবে না। এটা বাংলাদেশ। ৩০ লক্ষ শহিদের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি।” এই কথা শুনে দুই যুবকের একজনকে কিছু বলতে শোনা যায়। তাদের মুখেও হাসি। শেষে পতাকা খুলে নেন ওই দুই যুবক।
গত বছরের অগস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ইউনূস। আর প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করতে দেখা গিয়েছে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। তবে বর্তমানে ইউনূসকে নিয়ে বাংলাদেশে অসন্তোষ বাড়ছে। ইউনূস পদ ছাড়তে চেয়েছিলেন বলেও জানা যায়। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশেই এবার গাড়িতে নিঃসঙ্কোচে পাকিস্তানের পতাকা টাঙিয়ে ঘুরতে দেখা গেল। যদি আশপাশের লোকজন তার তীব্র প্রতিবাদ করেছেন। সেই ছবিও ধরা পড়ল। আর সেই ভিডিয়োই শেয়ার করলেন বাংলাদেশ থেকে বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিন।





