Bangladesh Taka: ২ লাখ টাকার বেশি তোলা যাবে না ব্যাঙ্ক থেকে, কড়া নির্দেশ বাংলাদেশ সরকারের

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 11, 2024 | 8:24 AM

Bangladesh Crisis: আপাতত দেশের অস্থির পরিস্থিতিতে, আর্থিক নিরাপত্তার স্বার্থে নগদ অর্থ তোলার ক্ষেত্রে সীমা স্থির করে দেওয়া হল। সরকারের ঘোষণা, দুই লাখ টাকার বেশি অর্থ তোলা যাবে না ব্যাঙ্ক বা এটিএম থেকে। আজ, রবিবার থেকে গোটা সপ্তাহ জুড়ে এই নিয়ম জারি থাকবে।

Bangladesh Taka: ২ লাখ টাকার বেশি তোলা যাবে না ব্যাঙ্ক থেকে, কড়া নির্দেশ বাংলাদেশ সরকারের
ফাইল চিত্র
Image Credit source: X

Follow Us

ঢাকা: অস্থির বাংলাদেশে নিয়মের কড়াকড়ি। আর্থিক সঙ্কটের মাঝে এবার টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হল। অনিশ্চিত ভবিষ্যত, সঙ্কটের কথা ভেবে অনেকেই অতিরিক্ত টাকা তুলে রাখছেন। এর জেরে যাতে দেশে আর্থিক সঙ্কট দেখা না দেয়, তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হল। জানা গিয়েছে, এবার ২ লক্ষ টাকার বেশি নগদ তোলা যাবে না।

নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই সরকারেরই সিদ্ধান্ত, আপাতত দেশের অস্থির পরিস্থিতিতে, আর্থিক নিরাপত্তার স্বার্থে নগদ অর্থ তোলার ক্ষেত্রে সীমা স্থির করে দেওয়া হল। সরকারের ঘোষণা, দুই লাখ টাকার বেশি অর্থ তোলা যাবে না ব্যাঙ্ক বা এটিএম থেকে। আজ, রবিবার থেকে গোটা সপ্তাহ জুড়ে এই নিয়ম জারি থাকবে। এক সপ্তাহ পরে, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবারই বাংলাদেশ ব্যাঙ্কের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তার কারণে ব্য়াঙ্কের শাখাগুলিতে টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। আপাতত পরিস্থিতি সামাল দিতে দৈনিক ২ লক্ষ টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর বেশি টাকা তোলা যাবে না। তবে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা বা নিয়ম নেই।

চেকের মাধ্যমে আর্থিক লেনদেনও কড়া নজরদারি চালানো হবে। সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে এলে, সেই লেনদেন বন্ধ করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন, নতুন সরকার তৈরি হয়েছে সদ্য। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংখ্যা খুবই কম। এটিএমে টাকা পৌঁছতে সমস্যা হচ্ছে। নগদ অর্থ নিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় এবং কোনও নাগরিক যাতে বিপদের মুখে না পড়েন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবারও ব্যাঙ্ক থেকে টাকা তোলার উপরে সীমা স্থির করে দেওয়া হয়েছিল। দৈনিক ১ লক্ষ টাকা করে তোলা যাচ্ছিল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article