AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদায়লগ্নেও কলঙ্কিত ট্রাম্প! এই প্রথম কোনও প্রেসিডেন্টকে ২ বার ইমপিচড করল মার্কিন কংগ্রেস

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্প প্রথমবার ইমপিচড হয়েছিলেন। সেসময় তাঁর দল রিপাবলিকানের সদস্যরা ইমপিচমেন্টের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

বিদায়লগ্নেও কলঙ্কিত ট্রাম্প! এই প্রথম কোনও প্রেসিডেন্টকে ২ বার ইমপিচড করল মার্কিন কংগ্রেস
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 14, 2021 | 9:12 AM
Share

ওয়াশিংটন: এযাবৎ আমেরিকার ইতিহাসে এ দৃষ্টান্ত নজরে আসেনি। আমেরিকায় এই প্রথমবার কোনও প্রেসিডেন্ট দু’বার ইমপিচড হলেন। বিদায়লগ্নে আরও একবার কলঙ্কিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

ক্যাপিটলে তাণ্ডবকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে ইমপিচড করা হয়। ক্যাপিটলের বাইরে ও ভিতরে জাতীয় সুরক্ষা বাহিনীর কড়া নিরাপত্তায় ২৩২-১৯৭ ভোটে পাশ হয়ে যায় ইমপিচমেন্টের প্রস্তাব। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্প প্রথমবার ইমপিচড হয়েছিলেন। সেসময় তাঁর দল রিপাবলিকানের সদস্যরা ইমপিচমেন্টের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

বুধবার ইমপিচমেন্ট প্রক্রিয়া চলার সময়ে নিজেকে হোয়াইট হাউসে বন্দি করে রেখেছিলেন ট্রাম্প। একটি বিবৃতিতে ট্রাম্প জানান, হোয়াইট হাউসে জো বাইডেনের প্রবেশ ব্যাহত করতে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি করা না হয়। যদিও এফবিআই-এর আশঙ্কা আগামীদিনে আরও হিংসা ছড়িয়ে পড়তে পারে।

হাতে মাত্র সাত দিন বাকি। হাউসের প্রস্তাব কংগ্রেসের উচ্চকক্ষে পাঠানোর পর সেখানে ট্রাম্পকে ইমপিচমেন্টের পক্ষে দুই তৃতীয়াংশ সেনেটরের ভোট পড়তে হয়। তবে এটাও উল্লেখ্য, ট্রাম্প মেয়াদ শেষে আগে ক্ষমতাচ্যুত হবেন না। সাত দিনের মাথায় মেয়াদ শেষের পর তাঁর বিরুদ্ধে ট্রায়াল চলবে।

আরও পড়ুন: উদ্বেগে হু, ৭০ দেশে ছড়িয়েছে করোনার ৩ ‘সুপারস্প্রেডার স্ট্রেন’

রিপাবলিকান সেনেট নেতা মিচ ম্যাককোনেলের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের ট্রায়াল শুরু হবে।