বিল গেটস নন, দানশীলতায় ১০০ বছরে বিশ্ব সেরা জামশেদজি টাটা

সুমন মহাপাত্র |

Jun 27, 2021 | 5:23 PM

হুরুন রিপোর্টে যে ১০ জন সেরা দানশীল ব্যক্তির নাম উঠে এসেছে, তার মধ্যে প্রথম জামশেদজি টাটা।

বিল গেটস নন, দানশীলতায় ১০০ বছরে বিশ্ব সেরা জামশেদজি টাটা
জামশেদজি টাটার মূর্তির সামনে রতন টাটা। ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনা আবহে সারা বিশ্বে সাহায্যের হাত বাড়িয়েছিল বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন (Bill and Melinda Gates Foundation)। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ওয়ারেন বাফেট-সহ অন্যান্যরা। কিন্তু গত ১০০ বছরে দানশীলতায় যে ব্যক্তি প্রথম, তাঁর নাম শুনলে চমকে যাবেন। তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা। তাঁর দানের পরিমাণ ১০২ বিলিয়ন ডলার অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকা।। হুরুন রিপোর্ট ও এডেলগিভ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী তিনিই দানশীলতায় বিশ্বসেরা।

হুরুন রিপোর্টে যে ৫০ জন সেরা দানশীল ব্যক্তির নাম উঠে এসেছে, তার মধ্যে প্রথম জামশেদজি টাটা। এরপরেই নাম রয়েছে বিল গেটস, মেলিন্দা গেটস, হেনরি ওয়েলকাম, হওয়ার্ড হাঘস ও ওয়ারেন বাফেটের। সেরা দশে আর কোনও ভারতীয় নেই। সেরা ৫০-এর তালিকায় নাম রয়েছে উইপ্রো চেয়ারম্যান অজ়িম প্রেমজি। তালিকায় তাঁর নাম দ্বাদশে। প্রেমজি ২২ বিলিয়ন ডলার (১৬ হাজার কোটি টাকা) দান করেছেন।

দানশীল ব্যক্তিদের তালিকা

জামশেদজির ১০২ বিলিয়ন ডলারের দানের পরে সবচেয়ে বেশি দান করেছেন বিল গেটস। তাঁর দানের পরিমাণ ৭৪.৬ বিলিয়ন ডলার অর্থাৎ ৫৫ হাজার কোটি টাকা। ওয়ারেন বাফেট দান করেছেন ৩৭.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২৭ হাজার কোটি টাকা।। হুরুন রিপোর্টের চেয়ারম্যান ও প্রধান গবেষক রুপার্ট হুগওয়ার্ফ সাংবাদিকদের বলেন, “তালিকায় মার্কিন ও ইউরোপীয়দের দাপট থাকলেও প্রথম স্থানে টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা। বিশ্বের সবচেয়ে দানশীল ব্যক্তি।” সেরা ৫০ জনের মধ্যে ৩৭ জনই মৃত। স্রেফ ১৩ জন জীবিত দাতার নাম রয়েছে হুরুন রিপোর্টে। ৫০ জনের মধ্যে ৩৮ জন মার্কিন নাগরিক, ৫ জন ব্রিটেনের, ৩ জন চিনের।

আরও পড়ুন: ১০ মাসে ৪৩ বার পজিটিভ, ৭২ বছরের বৃদ্ধের শরীর যেন করোনার বাসা

Next Article