
ওয়াশিংটন: এইচ-১বি ভিসা নিয়ে হইচই। আমেরিকায় কর্মরত ভারতীয় ও অন্যান্য দেশের কর্মীদের কী হবে, তা নিয়ে অনিশ্চয়তার মেঘ জমছিল। এবার হোয়াইট হাউসের তরফে স্পষ্ট করে জানানো হল যে কাদের এইচ-১বি ভিসার জন্য বার্ষিক ১ লক্ষ ডলার দিতে হবে।
১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে এইচ-১বি ভিসা অ্যাপ্লিকেশন যারা করবেন, তাদের ১ লক্ষ মার্কিন ডলার ফি দিতে হবে। এই নিয়ে সংশয়, জল্পনা শুরু হতেই হোয়াইট হাউসের তরফে জানানো হয় যে এই ফি শুধুমাত্র নতুন এইচ-১বি ভিসার আবেদনকারীদেরই দিতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্য়ারোলিন লেভিট জানান, যারা আগে থেকেই এইচ-১বি ভিসায় আমেরিকায় রয়েছেন, বা এইচ-১বি ভিসা হোল্ডার কিন্তু বর্তমানে আমেরিকায় নেই, তাদের দেশে এই ফি দিতে হবে না।
প্রেস সেক্রেটারি ক্য়ারোলিন লেভিট বলেন, “এটা বার্ষিক ফি নয়। এটা এককালীন ফি যা শুধুমাত্র নতুন যারা এইচ-১বি ভিসার আবেদন করছেন, তাদের উপরে কার্যকর হবে। এইচ-১বি ভিসা যাদের রয়েছে, তারা বাকিদের মতোই দেশের বাইরে যেতে পারবেন এবং ভিতরে আসতে পারবেন। এটা শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, ভিসা রিনিউ বা বর্তমানে যাদের কাছে এই ভিসা রয়েছে, তাদের উপর প্রযোজ্য হবে না। পরবর্তী লটারি সাইকেলে যারা নতুন আবেদন করবেন, তাদের উপরই প্রযোজ্য হবে।”
President Trump’s new H-1B visa requirement applies only to NEW, prospective petitions that have not yet been filed. ⁰⁰Petitions submitted prior to September 21, 2025 are not affected.https://t.co/YZmqtpE8N3 pic.twitter.com/ZwCnqeoLVI
— USCIS (@USCIS) September 20, 2025
ট্রাম্প ‘রেস্ট্রিকশন অন এন্ট্রি অব সার্টেন নন-ইমিগ্রান্ট ওয়ার্কার’ সই করার পরই জল্পনা শুরু হয়েছিল যে এইচ-১বি ভিসা যাদের রয়েছে, তারা আমেরিকা থেকে একবার বেরলে, আবার প্রবেশের জন্য ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে। অনেকের চাকরি নিয়েও সংশয় দেখা দেয়।
আমেরিকায় এইচ-১বি ভিসায় কর্মরতদের মধ্যে ৭১ শতাংশই ভারতীয়। এরপর সবথেকে বেশি রয়েছে চিনের নাগরিক। ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়মে কোনও আমেরিকান কোম্পানি যদি এইচ-২বি ভিসায় বিদেশি কর্মীকে নিয়োগ করে, তাহলে বার্ষিক ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে। ছয় বছর পর্যন্ত ভিসার মেয়াদের উপরে এই নিয়ম কার্যকর হবে। তবে হোয়াইট হাউসের বিবৃতির পর স্পষ্ট হল যে ২১ সেপ্টেম্বরের পরে যারা নতুন করে এইচ-১বি ভিসায় আবেদন করবেন, তাদের এই ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে। তার আগে যারা আবেদন করে রেখেছেন, তাদের এই ফি দিতে হবে না।