AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসুন’, H-1B ভিসা নিয়ে ট্রাম্পের কড়াকড়ির পরই নির্দেশ Meta, Amazon, Microsoft-র

H-1B Visa: আর যে সমস্ত কর্মীরা মার্কিন সংস্থায় কাজ করেন, কিন্তু আমেরিকার বাইরে থাকছেন বর্তমানে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকায় ফিরে আসতে বলা হয়েছে। যাতে তাদের আমেরিকায় ঢোকার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। বিদেশি কর্মীদের ভবিষ্যতে কী পদক্ষেপ করা হতে পারে, সে সম্পর্কেও পরামর্শ চাওয়া হয়েছে। 

'২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসুন', H-1B ভিসা নিয়ে ট্রাম্পের কড়াকড়ির পরই নির্দেশ Meta, Amazon, Microsoft-র
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Sep 20, 2025 | 1:24 PM
Share

ওয়াশিংটন: অবৈধ বসবাসকারী রুখতে বড় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এইচ-১বি ভিসা নিয়ে বিরাট সিদ্ধান্ত। এবার এইচ-১বি  ভিসার জন্য বছরে ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা) দিতে হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই আতঙ্কে সে দেশে বসবাসকারী বিদেশি কর্মীরা। তারা আমেরিকা ছেড়ে নিজেদের দেশে ফিরে আসবে কি না, সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে মেটা, মাইক্রোসফ্টের মতো বড় বড় সংস্থা তাদের বিদেশি কর্মীদের এখনই দেশ ছেড়ে চলে যেতে বারণ করলেন। 

ট্রাম্পের এইচ-১বি ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা হতেই শনিবার মেটা, মাইক্রোসফ্ট, জেপি মর্গান, অ্যামাজন সংস্থাগুলি তড়িঘড়ি মিটিংয়ে বসে এবং তাদের এইচ-১বি (H-1B visa) ভিসায় থাকা কর্মীদের আপাতত আমেরিকা ছেড়ে যেতে বারণ করে। অন্তত ১৪ দিন আমেরিকাতেই থেকে যেতে বলা হয়েছে।

আর যে সমস্ত কর্মীরা মার্কিন সংস্থায় কাজ করেন, কিন্তু আমেরিকার বাইরে থাকছেন বর্তমানে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকায় ফিরে আসতে বলা হয়েছে। যাতে তাদের আমেরিকায় ঢোকার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। বিদেশি কর্মীদের ভবিষ্যতে কী পদক্ষেপ করা হতে পারে, সে সম্পর্কেও পরামর্শ চাওয়া হয়েছে।

মেটা (Meta) অর্থাৎ ফেসবুক, ইন্সটাগ্রামের পেরেন্ট কোম্পানি, তারা এইচ-১বি ভিসা এবং এইচ-৪ স্টেটাসে থাকা বিদেশি কর্মীদের বলেছেন যে আপাতত ২ সপ্তাহের জন্য আমেরিকায় থেকে যেতে, যতক্ষণ না এই নিয়মের বাস্তবায়ন হচ্ছে।

অন্যদিকে, মাইক্রোসফ্ট তাদের বিদেশি কর্মীদের আমেরিকাতেই থেকে যেতে বলেছেন। যারা দেশের বাইরে রয়েছেন, তাদেরও দ্রুত ফিরে আসতে বলেছেন।

প্রসঙ্গত, ভারত সহ একাধিক দেশের কর্মীরাই, বিশেষ করে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করেন। এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বৈধ হয়। প্রতি তিন বছর অন্তর এই ভিসা রি-নিউ করতে হয়।

শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসা কর্মীদের জন্য ১ লক্ষ মার্কিন ডলার বার্ষিক ফি ঘোষণা করেন। হোয়াইট হাউস থেকে দাঁড়িয়ে তিনি বলেন যে এটা আমেরিকান কর্মীদের জন্য এটা ভাতা বা ইনসেনটিভ। ট্রাম্পের দাবি, এই নিয়মে শুধুমাত্র দক্ষ কর্মীদেরই আমেরিকায় আনা হবে।