TV9 বাংলা ডিজিটাল: পিপিই কিট পরেও সামান্য ভুলে থেকে যায় করোনা সংক্রমণের ভয়। অনেক চিকিৎসক, নার্সরা করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এবার সেই সমস্যার সমাধান আনল প্রযুক্তি। করোনা পরীক্ষা করবে রোবট (Robot To Test Covid)। ইতিমধ্যেই মিশরের হাসপাতালে কাজ করতে শুরু করে দিয়েছে এই যন্ত্র মানব। করোনা পরীক্ষা তো বটেই তার সঙ্গে রক্ত পরীক্ষা, দেহের উষ্ণতাও পরিমাপ করছে রোবট কায়রা ০৩।
মহমৌদ এলকমির তৈরি এই রোবটের মাধ্যমে অনেকাংশেই সংক্রমণ এড়ানো যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। পাশাপাশি হাসপাতালে কেউ মাস্ক না পরে থাকলেও তাঁকে মাস্ক পরার কথা মনে করিয়ে দেবে কায়রা ০৩। মানুষের মতো দেখতে এই রোবটের বুকে রয়েছে একটি কম্পিউটার স্ক্রিন। রয়েছে মানুষের মতোই হাত। সেই হাত দিয়ে লালা রস, রক্ত-সহ একাধিক নমুনা সংগ্রহ করতে পারে এই রোবট (Robot To Test Covid)। করতে পারে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ও এক্সরের মতো পরীক্ষাও। বুকে থাকা স্ক্রিনে ভেসে ওঠে রিপোর্ট।
এলকমি জানান, তিনি রোবটটিকে যতটা সম্ভব মানুষের মতো করার চেষ্টা করেছেন। যাতে রোগীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁর চেষ্টা ছিল যাতে রোবটের নমুনা সংগ্রহ দেখে কেউ ভয় না পেয়ে যান। আশানুরূপ ফলও মিলেছে। মিশরের হাসপাতালে প্রায় সকলেই স্বাচ্ছন্দ্য বোধ করে সাধুবাদ জানিয়েছেন এলকমির এই আবিষ্কারকে।
আরও পড়ুন: বাইডেনকে শুভেচ্ছা চিনের! ২ সপ্তাহ পর টেলিগ্রামে অভিনন্দন জানালেন জিনপিং
ইতিমধ্যে কর্মক্ষেত্রেও সফল কায়রা ০৩। হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগীদের উষ্ণতা পরিমাপ করছে সে। হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসক বা নার্সদের মতোই। মাস্ক পরে নেই এমন কাউকে দেখলেই নির্দেশ দিচ্ছে মাস্ক পরে নেওয়ার। অর্থাৎ প্রাথমিক ভাবে পরীক্ষায় পাস করেছে কায়রা। কিন্তু রোবটের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার কি আমূল পরিবর্তন এখনই আসবে! এটাই দেখার।