Pakistan Opposition Leaders: বাজছে ঢোলবাদ্যি, ইমরানকে প্রধানমন্ত্রী করতেই মিষ্টিমুখ বিরোধীদের!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 08, 2022 | 10:46 AM

Pakistan Opposition Leaders Celebration: বৃহস্পতিবারই পাকিস্তানের সুপ্রিম কোর্টের তরফে ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজের আদেশকে বাতিল করে দেওয়া হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানকেই বহাল রাখা হয়।

Pakistan Opposition Leaders: বাজছে ঢোলবাদ্যি, ইমরানকে প্রধানমন্ত্রী করতেই মিষ্টিমুখ বিরোধীদের!
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর বিরোধী দলগুলির সমর্থকদের উচ্ছাস। ছবি:PTI

Follow Us

ইসলামাবাদ: অনাস্থা প্রস্তাবের (No Trust Motion) ‘বাউন্সার’ এড়াতে পারলেও সুপ্রিম কোর্টের (Supreme Court) ‘গুগলি’ থেকে বাঁচতে পারলেন না ক্যাপ্টেন! বৃহস্পতিবারই পাকিস্তানের সুপ্রিম কোর্টের তরফে ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজের আদেশকে বাতিল করে দেওয়া হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খান(Imran Khan)-কেই বহাল রাখা হয়। শীর্ষ আদালতের এই ঘোষণার পরই খুশি-উচ্ছাসে ফেটে পড়েন বিরোধী দলের নেতারা। অদ্ভুত লাগলেও, এটিই সত্যি! কারণ আগামিকাল, শনিবারই তাঁকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। আর বিরোধীদের পূর্ণ বিশ্বাস তাদের কাছে সংখ্যাগরিষ্ঠ ভোট থাকায় এবার পাকাপাকিভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি ছাড়তে হবে ইমরান খানকে।

গত ৩ এপ্রিলই পাকিস্তানের জাতীয় সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোট শুরু হওয়ার আগেই ডেপুটি স্পিকার জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে খারিজ করে দেওয়া হয় এই অনাস্থা প্রস্তাব। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভি পাক সংসদ ভেঙে দেন এবং সরকারের তরফে ৯০ দিনের মধ্য়ে নির্বাচনের কথা ঘোষণা করা হয়।

সেনাকে সামনে রেখে এই নির্বাচন উতরে দেওয়ার পরিকল্পনা করলেও, গতকালই পাকিস্তানের সুপ্রিম কোর্টের তরফে অনাস্থা প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়। নির্বাচন নয়, অনাস্থা প্রস্তাবেরই মুখোমুখি হতে হবে ইমরান খানকে, এমনটাই জানানো হয় শীর্ষ আদালতের তরফে। আদালতের রায় ঘোষণার পরই বিরোধী নেতা ও সমর্থকরা বাইরে হুল্লোড় শুরু করেন। সুপ্রিম কোর্টের এই রায়কে তারা সবথেকে ব্যর্থ সরকারের বিরুদ্ধে যুগান্তকারী রায় বলে অ্যাখ্যা দেন।

বিরোধী দলনেতা শাহবাজ় শরিফ টুইট করে বলেন, “যুগান্তকারী দিন এটি! যারা সংবিধানের সপক্ষে সমর্থন জানিয়েছিলেন, তাদের সকলকে অভিনন্দন। আজ মিথ্যার রাজনীতি, দোষারোপ চাপা পড়ল। আজ পাকিস্তানের মানুষদের জয় হল।”

প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজও টুইট করে বলেন, “গোটা দেশকে অভিনন্দন সংবিধানের জয়ের জন্য। আল্লাহ যেন এভাবেই পাকিস্তানের উপরে আশির্বাদ করতে থাকেন।”

আরও পড়ুন: Viral Video of Plane Spiting: ২৫ মিনিট আগেই শুরু হয়েছিল উড়ান, ল্যান্ড করতেই ভেঙে দু’টুকরো বিমান! দেখুন ভিডিয়ো 

Next Article