Viral Video of Plane Spiting: ২৫ মিনিট আগেই শুরু হয়েছিল উড়ান, ল্যান্ড করতেই ভেঙে দু’টুকরো বিমান! দেখুন ভিডিয়ো
Viral Video of Plane Spiting: বিমানের চাকা মাটিতে ঠেকতেই ভেঙে দুই টুকরো হয়ে যায় আস্ত বিমানটি। ঘটনায় বিমানের দুই ক্রু সদস্য আহত হননি বলেই জানা গিয়েছে।
কোস্টারিকা: বিমানবন্দর থেকে দিব্যি আকাশে উড়েছিল বিশাল বড় কার্গো বিমানটি (Cargo Plane)। কিন্তু কিছুদূর এগোতেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ (Technical Problem)। বাধ্য হয়ে বিমানবন্দরেই ফিরিয়ে আনা হচ্ছিল ওই বিমান। কিন্তু অবতরণের সময়ই ঘটল বিপত্তি। বিমানের চাকা মাটিতে ঠেকতেই ভেঙে দু’টুকরো হয়ে গেল আস্ত বিমানটিই। ঘটনাটি ঘটেছে কোস্টারিকায় (Costa Rica)। সান হোসের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘক্ষণ বন্ধ করে দেওয়া হয় বিমানের ওঠানামা।
জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সকাল ১০টা নাগাদ উড়ান শুরু করেছিল বাণিজ্যিক কার্গো বিমানটি। জার্মান পরিবহন সংস্থার বিমান ছিল এটি। আকাশে ওড়ার ২৫ মিনিটের মধ্যেই চালক বুঝতে পারেন যে বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। সঙ্গে বিমানবন্দরে খবর দেওয়া হয় এবং বিমানটিকে ফিরে আসতে বলা হয়।
জানা গিয়েছে, বিমানটির হাইড্রোলিকে সমস্যা হচ্ছিল। সান হোসের বিমানবন্দরে ফিরে এসে অবতরণ করার সময়ই বিপত্তি ঘটে। রানওয়েতে চাকা স্পর্শ করতেই তা পিছলে যায় এবং বিমানটি মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে যায়। উজ্বল হলুদ রঙের ওই বিমান থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা গেলেও বড় কোনও অগ্নিকাণ্ড ঘটেনি বলেই জানিয়েছেন স্থানীয় দমকল আধিকারিকেরা।
A much clearer version of the crash landing has emerged!
Source: Unknown#DHL #AvGeek pic.twitter.com/FCYbgFaW0H
— AviationSource (@AvSourceNews) April 7, 2022
পণ্যবাহী বিমান হওয়ায়, ভিতরে কোনও যাত্রী ছিল না। বিমানের পাইলট সহ দুই ক্রু সদস্যও বিশেষ আঘাত পাননি বলেই জানানো হয়েছে কোস্টারিকার দমকল বিভাগের তরফে। তবে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেড ক্রস কর্মীরা। তারা বিমানে উপস্থিত কর্মীদের হাসপাতালে নিয়ে যান শারীরিক পরীক্ষার জন্য।
গোটা ঘটনায় বিমানের পাইলট স্তম্ভিত হয়ে গেলেও তিনি গোটা ঘটনাটিই মনে করতে পারছেন বলে জানিয়েছেন। তিনি জানান, সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বোয়িং ৭৫৭ বিমানটি জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান শুরু করলেও, কিছুক্ষণ পরই তিনি যান্ত্রিক গোলযোগ দেখতে পান এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। এরপরই তাদের বিমানবন্দরে ফিরে আসতে বলা হয়। উড়ানের ২৫ মিনিট বাদেই যখন বিমানটি অবতরণ করতে যায়, তখনই চাকা পিছলে ভেঙে দুই টুকরো হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার জেরে সন্ধে ৬টা অবধি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ISI Agent Arrested: দামি আইফোন, ফ্ল্যাটে থাকার টোপ! প্রেসিডেন্টের গোপন নথি হাতাতে গিয়ে ফাঁসল পাক চরই