ISI Agent Arrested: দামি আইফোন, ফ্ল্যাটে থাকার টোপ! প্রেসিডেন্টের গোপন নথি হাতাতে গিয়ে ফাঁসল পাক চরই

ISI Agent Arrested: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরিয়ান তাহেরজ়াদে ও হায়দর আলি নিজেদের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সদস্য বলে দাবি করতেন।

ISI Agent Arrested: দামি আইফোন, ফ্ল্যাটে থাকার টোপ! প্রেসিডেন্টের গোপন নথি হাতাতে গিয়ে ফাঁসল পাক চরই
ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2022 | 9:30 AM

ওয়াশিংটন: দেশে টালমাটাল অবস্থা, প্রধানমন্ত্রীর গদি নিয়েই চলছে টানাটানি। এরইমধ্যে ফাঁস হয়ে গেল বড় চক্রান্ত। মার্কিন গোয়েন্দা বাহিনীর সদস্যদের প্রলোভিত করতে গিয়েই ফেঁসে গেল দুই পাকিস্তানি চর। বৃহস্পতিবারই আমেরিকার তরফে দাবি করা হয়, তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র একটি সেলের পর্দাফাস করেছেন। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা থেকে শুরু করে সিক্রেট সার্ভিসের হাই প্রোফাইল কর্মীদের তথ্য সহ একাধিক গোপন নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল পাক চরেরা, এমনটাই দাবি করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা বাহিনী সূত্রে জানা গিয়েছে, এফবিআই (মার্কিন গোয়েন্দা সংস্থা) দক্ষিণ-পূর্ব ওয়াশিংটন থেকে আরিয়ান তাহেরজ়াদে (৪০) ও হায়দর আলি (৩৫) নামক দুই পাকিস্তানিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নকল পরিচয়ে অফিসার সেজে তথ্য হাতানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ। সিক্রেট সার্ভিসের চার সদস্যকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারই ধৃতদের আদালতে তোলা হয়। মার্কিন সহকারী আইনজীবী জসুয়া রথস্টেইন ম্য়াজিস্ট্রেটকে জানান, ধৃত হায়দর আলি সাক্ষীদের জানিয়েছিলেন যে তিনি পাকিস্তানের গোয়েন্দাবাহিনীর সঙ্গে যুক্ত। তাঁর কাছ থেকে পাকিস্তান ও ইরানের একাধিক ভিসা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরিয়ান তাহেরজ়াদে ও হায়দর আলি নিজেদের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সদস্য বলে দাবি করতেন এবং ফেডেরাল ল এনফোর্সমেন্ট ও প্রতিরক্ষা বিভাগের আধিকারিকদের কাছ থেকে গোপন নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

ধৃতদের মধ্যে তাহেরজ়াদে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের সদস্য ও ডিএইচএসের এক কর্মীকে বিনা ভাড়ায় ফ্ল্যাটে থাকার ব্যবস্থা, আইফোন, নজরদারির বিভিন্ন যন্ত্র, ড্রোন, ফ্ল্যাট স্ক্রিন টিভি, অ্যাসল্ট রাইফেল রাখার জন্য বিশেষ বাক্স, একটি জেনেরেটর সহ একাধিক জিনিস উপহার দিয়েছিল। সরকারি গাড়ি ব্যবহারের টোপও দিয়েছিল সে। ফার্স্ট লেডি অর্থাৎ প্রেসিডেন্টের স্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিক্রেট সার্ভিসের কর্মীর জন্য ২ হাজার ডলার দিয়ে একটি অ্যাসল্ট রাফেল কিনে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সিক্রেট সার্ভিসের চার সদস্যকে ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া অবধি তারা কাজে ফিরতে পারবেন না বলেও জানানো হয়েছে।