
ইসলামাবাদ: ভারতের সঙ্গে সংঘাতের মাঝেই আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। শনিবার দুপুর ১২ টা পর্যন্ত আপাতত আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সারা রাত ধরে বারবার হামলার চেষ্টা করেছে পাকিস্তান। ভারতের একাধিক শহরে ড্রোন ও মিসাইলে হামলার চেষ্টা চলে। আর তারপরই ভারতের প্রত্যাঘাতের ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা।
পাকিস্তান ইতিমধ্যেই নোটাম জারি করেছে। শুক্রবার রাতে ভারতের সীমান্তে ২৬টি জায়গায় ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। মিলিটারি বেস থেকে শুরু করে সাধারণ মানুষের বাসস্থান লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। তারপর ভারতের প্রত্যাঘাতের ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এয়ারস্পেস। পাকিস্তানের দাবি, তাদের তিনটি বায়ুসেনাঘাঁটিতে মিসাইল ফেলেছে ভারত।
শুক্রবার ভারতীয় সেনার তরফে প্রেস ব্রিফিং করার সময় কর্নেল সোফিয়া কুরেশি উল্লেখ করেন, পাকিস্তান অসামরিক বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বিশেষত সীমান্ত ধরে যে আন্তর্জাতিক বিমানগুলি চলাচল করে, সেগুলি ঝুঁকির মুখে পড়ছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সেই অভিযোগের কয়েক ঘণ্টা পর নোটাম জারি করল পাকিস্তান।