ইসলামাবাদ : জঙ্গি আজমল কাসভ পাকিস্তানেরই বাসিন্দা। তার বাড়ি ফরিদকোটে বলে জানিয়েছিলেন খোদ পাক মন্ত্রী। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সামনেই স্বীকারোক্তি পাকিস্তানের অন্তর্দেশীয় মন্ত্রী শেখ রসিদের। ২৬/১১ এর সেই বীভৎস হামলার ১৪ বছর পর এই স্বীকারোক্তি পাকিস্তানের মন্ত্রীর কণ্ঠে। শেখ রসিদ অভিযোগ তুলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজমল কাসভের পাকিস্তানের ঠিকানা ভারতকে দিয়েছিলেন। মুম্বইয়ে ২৬/১১ এর হামলায় অন্যতম অভিযুক্ত ছিল এই আজমল কাসভ। বিচার শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এর আগে পাকিস্তান বারবার কাসভের নাগরিকত্ব অস্বীকার করেছে। এদিন খোদ পাকিস্তানের মন্ত্রীই এই আজমল কাসভের নাগরিকত্ব স্বীকার করে নিলেন।
তিনি এদিন বলেছেন, “নওয়াজ শরিফ ভারতকে আজমল কাসভের ঠিকানা ভারতকে দিয়েছেন। তিনি দিয়েছিলেন কাসভের ফরিদকোটের ঠিকানা।” তিনি আজমলের বিচারে ভারতকে সাহায্য় করার জন্য শরিফকে তিরস্কার করেন। এবং তিনি তার জন্য গর্ববোধ করে বলেছেন,”একথা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমাকে চোর হিসেবে বিবেচনা করতে পারেন। যে শাস্তি আমায় দেওয়া হবে, গ্রহণ করব।” এদিে
২৬/১১ হামলা
২০০৮ সালের ২৬ শে নভেম্বর। ভারতের সকল দেশবাসীর কাছে একটি ভয়ঙ্কর দিন। বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই। ছত্রপতি শিবাজি টার্মিনাসের মতো ভিড়ে ঠাসা এলাকা, তাজমহল হোটেল এবং টাওয়ার, দ্য ওবেরয়, ট্রিডেন্ট এবং নারিমান হাউসে পরপর বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় প্রায় ১৭৪ নাগরিক মারা গিয়েছিলেন এবং ৩০০ জনেরও বেশি মানুষ জখম হয়েছিলেন সেদিনের একাধিক বিস্ফোরণে। এই হামলায় একমাত্র জীবিত জঙ্গি ছিল আজমল কাসভ। সে এবং তার সঙ্গীরা লস্কর-ই-তৈবা। ২০২১ সালের ২১ নভেম্বর কাসভকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
আরও পড়ুন : DA and DR Increased : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ল ডিএ ও ডিআর
আরও পড়ুন : TV9 Explained: পাকিস্তানে জটিল রাজনৈতিক অঙ্ক! কেন এই পরিস্থিতি হল ইমরান খানের?