Pakistan: সেনা প্রধানের রক্তে রক্তে জিন্নাহ, ফের ‘দ্বি-জাতি’ তত্ত্ব তুলে ধরল পাকিস্তান!

Pakistan: ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন নিয়েও জেনারেল মুনির বলেন, "পাকিস্তানের প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক আত্মত্যাগ করেছেন। আমরা জানি কীভাবে তা রক্ষা করতে হয়।"

Pakistan: সেনা প্রধানের রক্তে রক্তে জিন্নাহ, ফের দ্বি-জাতি তত্ত্ব তুলে ধরল পাকিস্তান!
পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনির।Image Credit source: X

|

Apr 27, 2025 | 8:52 AM

ইসলামাবাদ: ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে পাকিস্তান। একদিকে যেখানে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার দায় ছেড়ে ফেলতে চাইছে ইসলামাবাদ, সেখানেই আবার পাকিস্তানি সেনা প্রধানের মুখে দুই দেশ তত্ত্ব। আবার মনে করিয়ে দিলেন যে হিন্দু ও মুসলিমরা আলাদা, তাদের দুটি আলাদা দেশে থাকাই উচিত।

খাইবার পাখতুনখার কাকুলে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনির বলেন, “টু নেশন থিওরি এই বিশ্বাসের উপরেই তৈরি হয়েছিল যে হিন্দু ও মুসলিমরা দুটি আলাদা রাষ্ট্র। মুসলিমরা হিন্দুদের থেকে সব দিক থেকে আলাদা, তা সে ধর্ম, রীতি নীতি, ঐতিহ্য, চিন্তাধারা যা-ই হোক না কেন।”

ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন নিয়েও জেনারেল মুনির বলেন, “পাকিস্তানের প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক আত্মত্যাগ করেছেন। আমরা জানি কীভাবে তা রক্ষা করতে হয়।”

পহেলগাঁওয়ের জঙ্গি হানা, যেখানে ধর্ম বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা, সেখানেই পাক সেনা প্রধান আরও একবার ধর্ম বিদ্বেষের বিষ উগরে দিলেন।

প্রসঙ্গত, দিন কয়েক আগেও জিন্নাহ-র ‘টু নেশন থিওরি’র কথা শোনা গিয়েছিল পাক সেনা প্রধানের মুখে।  তিনি বলেছিলেন, “নিজেদের সন্তানদের পাকিস্তানের গল্প বলবেন, যাতে তাদের মনে থাকে যে আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন মুসলিমরা হিন্দুদের থেকে সবদিক থেকে আলাদা।”

সেইদিনই তিনি দাবি করেছিলেন, কাশ্মীর পাকিস্তানের গলার শিরা। ভারত পাল্টা জবাবে বলেছিল, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।

জিন্নাহ ও দ্বিজাতি তত্ত্ব-

পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নাহ দ্বি-জাতি তত্ত্ব তুলে ধরেছিলেন। দেশ ভাগের আগেই, ১৯৪০ সালে জিন্নাহ  লাহোরে এক বক্তৃতায় ভারতীয় মহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তার বক্তব্য ছিল, “হিন্দু মুসলিমদের একই জাতীয় পরিচয়ে পরিচিত করা একটা স্বপ্নমাত্র।”