AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Involvement in J&K Terror: জেনারেল মুনিরই বেছে বেছে হিন্দুদের মারতে বলেছিলেন? পাকিস্তানের ভিতর থেকেই এল বড় খবর!

J&K Terror Attack Update: দাবি, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির হামলার নির্দেশ দিয়েছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে। পহেলগামের এই হামলার ষড়যন্ত্র করেছেন তিনিই।

Pakistan Involvement in J&K Terror: জেনারেল মুনিরই বেছে বেছে হিন্দুদের মারতে বলেছিলেন? পাকিস্তানের ভিতর থেকেই এল বড় খবর!
পাক সেনা প্রধানের নির্দেশেই জঙ্গি হানা?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Apr 25, 2025 | 7:04 AM
Share

করাচি: মুখ বন্ধ রাখলেও পহেলগাওঁয়ের বৈসরণে নৃশংস জঙ্গি হামলার দায় অস্বীকার করতে পারবে না পাকিস্তান। জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে পাক মদতপ্রাপ্ত লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। এই হামলার যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত সরকার। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে- কার নির্দেশে এই হামলা চালানো হয়েছিল? পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত মেজরই বোমা ফাটালেন এই নিয়ে। আঙুল তুললেন সোজা পাক সেনা প্রধানের দিকেই।

পাকিস্তান সেনার প্রাক্তন মেজর আদিল রাজা, যিনি এক সময়ে যুদ্ধক্ষেত্রেও লড়েছেন, তিনিই নিজের দেশের সেনা প্রধানের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন। তাঁর দাবি, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির হামলার নির্দেশ দিয়েছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে। পহেলগামের এই হামলার ষড়যন্ত্র করেছেন তিনিই। গোয়েন্দা সূত্রেই খবর পেয়েছেন বলে জানিয়েছেন পাক প্রাক্তন মেজর।

পাক মেজর নিজেই লিখেছেন যে এই তথ্যের জন্য হয়তো তাঁকে ভারতের চর বলে দাগিয়ে দেওয়া হবে। তারপরও তিনি প্রশ্ন তোলেন যে আসিম মুনির কার কাছে দায়বদ্ধ থাকবে? প্রয়োজনে আসিম মুনিরকে ক্ষমতা থেকে সরানোর দাবিও জানান।

এই দাবি শোনা গিয়েছে ভারতীয় সেনা আধিকারিকদের মুখেও। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পাণ্ডে সরাসরি জেনারেল আসিম মুনিরের দিকেই আঙুল তোলেন। তিনি বলেন,”আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি যে আসিম মুনির এর (পহেলগাঁও জঙ্গি হামলা) পিছনে রয়েছে। পাকিস্তানি সেনা ও গোয়েন্দা বাহিনীই সন্ত্রাসবাদের পরিচালক। সন্ত্রাসবাদের তিনটে স্তর রয়েছে। একটি স্তরে জঙ্গি ক্যাম্প ও পরিকাঠামো রয়েছে। তবে এর পরিচালনা, নিয়ন্ত্রণ রয়েছে আসিম মুনির ও আইসিস।”

তাহলে কি সত্য়িই পাক সেনা প্রধান আসিম মুনিরই নির্দেশ দিয়েছিলেন পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধনের?