গিরগিটিও লজ্জা পাচ্ছে পাকিস্তানকে দেখে! ইরান-আমেরিকার সংঘাত নিয়ে যা করে বসল…

Iran-Israel Conflict: আর গোপন আঁতাত নয়, সরাসরি ইরান-ইজরায়েলের সংঘাতে ঢুকে পড়েছে আমেরিকা। অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের তিন পরমাণু ঘাঁটিতে আঘাত হেনেছে। আর এরপরই মধ্য প্রাচ্যে উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

গিরগিটিও লজ্জা পাচ্ছে পাকিস্তানকে দেখে! ইরান-আমেরিকার সংঘাত নিয়ে যা করে বসল...
পাকিস্তানের রঙ বদল।Image Credit source: PTI

|

Jun 23, 2025 | 8:58 AM

ইসলামাবাদ: দুই নৌকায় পা দিয়ে চলতে চায় পাকিস্তান। একবার ইরানকে সমর্থন, আরেকবার আমেরিকাকে, এভাবেই এগোচ্ছে শেহবাজের দেশ। এদিকে, পাকিস্তানের এই উপর চালাকিতে ক্ষুব্ধ ইরান। এমনটাই সূত্রের খবর।

ইরান-ইজরায়েলের সংঘাতে ইরানের পাশেই ছিল পাকিস্তান। ইজরায়েল যখন প্রথম আঘাত হানে, তখনই তীব্র প্রতিবাদ করেছিল। অন্যদিকে আমেরিকা আবার তলে তলে মদত দিচ্ছিল ইজরায়েলকে। এবার তো আর গোপন আঁতাত নয়, সরাসরি ইরান-ইজরায়েলের সংঘাতে ঢুকে পড়েছে আমেরিকা। অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের তিন পরমাণু ঘাঁটিতে আঘাত হেনেছে। আর এরপরই মধ্য প্রাচ্যে উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার এই হামলার তীব্র নিন্দা করেছে পাকিস্তান। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে, “এয়ারস্ট্রাইক চালিয়ে আমেরিকা সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। রাষ্ট্রপুঞ্জের নীতি অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার আছে।”

একদিকে যেখানে ইরানের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে পাকিস্তান, সেখানেই দিনকয়েক আগে পাক সেনা প্রধান আসিম মুনিরের মার্কিন সফর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভ্রু কুঁচকাচ্ছে ইরান। সেখানে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাত থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে, তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।

প্রসঙ্গত, এর আগে ইরান যখন বলেছিল যে ইজরায়েল পরমাণু হামলা চললে, পাকিস্তান তাদের হয়ে জবাব দেবে। এই কথা ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান পাল্টি খেয়ে বলে, তারা এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি।

ইরানের সঙ্গে দীর্ঘ ৯০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে পাকিস্তান। ইরান-ইজরায়েলের সংঘাত শুরুর পর পাকিস্তান ইজরায়েলের নিন্দা করেছে এবং যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আর্জি জানিয়েছে। শান্তি ফেরাতে আলোচনাই একমাত্র পথ, এ কথাই শোনা গিয়েছে পাকিস্তানের মুখে!