Pakistan: পাকিস্তান ছুড়ল ব্যালেস্টিক মিসাইল, কোথায় গিয়ে পড়ল?

Pakistan: পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান নিত্যদিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে ও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাচ্ছে। ভারতও পাল্টা জবাব দিচ্ছে তার।

Pakistan: পাকিস্তান ছুড়ল ব্যালেস্টিক মিসাইল, কোথায় গিয়ে পড়ল?
ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল পাকিস্তান।Image Credit source: X

|

May 03, 2025 | 3:20 PM

ইসলামাবাদ: আকাশ থেকে স্থল, স্থল থেকে জল, ভারত একের পর এক মহড়া দেখাচ্ছে। পাকিস্তান আর চুপ করে থাকে কী করে। পাকিস্তানের দাবি, তারাও ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে।

পাকিস্তান জানিয়েছে, তারা ‘সারফেস টু সারফেস’ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে। এই মিসাইলের নাম দিয়েছে আবদালি ওয়েপন সিস্টেম। এর পাল্লা বা রেঞ্জ ৪৫০ কিলোমিটার। অর্থাৎ ৪৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হামলা করতে পারে এই মিসাইল।

জানা গিয়েছেস সামরিক এই মহড়ার নাম ‘সিন্ধু’ মহড়া দিয়েছে পাকিস্তান। সেখানেই এই মিসাইল পরীক্ষা করা হয়েছে। পাক সরকারের দাবি, তাদের বাহিনী কতটা প্রস্তুত তা পরীক্ষা করতেই ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয়েছে।     পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও অন্যান্য সামরিক শীর্ষকর্তারা জানিয়েছেন, জাতীয় সুরক্ষা বজায় রাখতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান নিত্যদিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে ও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাচ্ছে। ভারতও পাল্টা জবাব দিচ্ছে তার।