
ইসলামাবাদ: পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তার প্রমাণ মিলেছে বারবার। ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। নিকেশ করা হয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের জঙ্গিদের। আর তাদের শেষকৃত্যেই দেখা গিয়েছে পাকিস্তানের নেতা-মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের। দুয়ে দুয়ে চার করা কঠিন কাজ নয়। তাও পাকিস্তানের মিথ্যাচার বন্ধ হল না। সাংবাদিক বৈঠক করে জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত থাকার সাফাই দিল পাক সেনা।
পাকিস্তানের ডিজি সাংবাদিক বৈঠক করে বলেন যে লস্কর-ই-তৈবা জঙ্গির শেষকৃত্যে সেনাকর্তাদের উপস্থিত থাকার যে ছবি ভাইরাল হয়েছে, তা আসলে এক নিরাপরাধ ব্যক্তির শেষকৃত্যের ছবি। নিজেদের সাফাই দিতে মৃত ওই ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ডও শেয়ার করে।
মৃত ওই ব্যক্তির নাম হাফিজ আবদুর রউফ। এই হাফিজ হল আন্তর্জাতিক ঘোষিত জঙ্গি। এই জঙ্গিদের শেষকৃত্য হয় রাষ্ট্রীয় সম্মানে। গাওয়া হল জাতীয় সঙ্গীত। আরেক জঙ্গি ইয়াকুবের কবরে মাটি দিতেও দেখা যায় পাক সেনাদের।
প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ার তথ্যের ভিত্তিতে লেখা। এইসব তথ্যের সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তথ্যটি শুধু পাঠককে অবগত করতে তুলে ধরা হল। এর দায় কর্তৃপক্ষের নয়।