Imran Khan: নোবেল পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান! জেলে বসেই কী এমন করলেন তিনি?

Nobel Peace Prize: এই নিয়ে দ্বিতীয়বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান। এর আগে ২০১৯ সালেও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তাঁকে নোবেল পুরস্কারের মনোনীত করা হয়েছিল।

Imran Khan: নোবেল পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান! জেলে বসেই কী এমন করলেন তিনি?
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।Image Credit source: Drew Angerer/Getty Images

|

Apr 02, 2025 | 5:06 PM

ইসলামাবাদ: নোবেল প্রাইজ পাবেন ইমরান খান? তাও আবার শান্তির জন্য়! পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নাম মনোনীত করা হল নোবেল শান্তি পুরস্কারের জন্য। পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্য়দের তরফেই এই ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান সওয়াল করেন মানবাধিকার ও গণতন্ত্রের জন্য। সেই জন্যই ইমরান খানের নাম মনোনীত করা হয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য। এই নিয়ে দ্বিতীয়বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান। এর আগে ২০১৯ সালেও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তাঁকে নোবেল পুরস্কারের মনোনীত করা হয়েছিল।

প্রসঙ্গত নরওয়ে নোবেল কমিটির কাছে প্রতি বছর শয়ে শয়ে মনোনয়ন জমা পড়ে। ৮ মাস ধরে পর্যালোচনার পর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

ইমরানের কেরিয়ার-

ক্রিকেট জগত থেকে রাজনীতি- একাই পাকিস্তান কাঁপিয়েছেন ইমরান খান। পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। পরে অবসর গ্রহণের পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল। এরপর নির্বাচনে লড়ে তিনি দেশের প্রধানমন্ত্রীও হন। তবে বর্তমানে একাধিক দুর্নীতি মামলায় জর্জরিত ইমরান। দুর্নীতির দায়েই ১৪ বছরের সাজা কাটছেন তিনি।