Pakistan-USA: আমেরিকাকে রেয়ার আর্থ ‘ঘুষ’ দিচ্ছে পাকিস্তান? কতটা চাপ ভারতের?

Pakistan’s Rare Earth: পাকিস্তানের মাটিতে শাহবাজ শরীফ নামমাত্র প্রধানমন্ত্রী হলেও, পাকিস্তানের আসল ভাগ্য এখন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের হাতে, তা মনে হয় খুব একটা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানে কান পাতলেই শোনা যায় মুনিরই নিজেকে দেশের সর্বেসর্বা মনে করেন।

Pakistan-USA: আমেরিকাকে রেয়ার আর্থ ‘ঘুষ’ দিচ্ছে পাকিস্তান? কতটা চাপ ভারতের?
বিশ্ব আঙিনায় চাপানউতোর Image Credit source: TV 9 Bangla GFX

Oct 26, 2025 | 3:39 PM

সত্যিই নিলামে উঠেছে পাকিস্তান? গত সেপ্টেম্বরের একটা গোপন চুক্তির পর থেকেই যেন প্রশ্নটা বারবার উঠছে আন্তর্জাতিক আঙিনায়। আর চুক্তিটা কার সঙ্গে জানেন? আমেরিকা! আর চুক্তির নেপথ্যে? সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির! নামটা শুনেই বুঝতে পারছেন, ডাল ম্যা কুছ কালা তো জরুর হ্যা! সে দেশ তো বটেই, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবরটা অন্তত তেমনই।  পাকিস্তানের মাটিতে শাহবাজ শরীফ নামমাত্র প্রধানমন্ত্রী হলেও, পাকিস্তানের আসল ভাগ্য এখন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের হাতে, তা মনে হয় খুব একটা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানে কান পাতলেই শোনা যায় মুনিরই নিজেকে দেশের সর্বেসর্বা মনে করেন। যার অনুমতি ছাড়া নাকি দেশে একটি পাতাও নড়ে না। এখন অপারেশন সিঁদুরের সময় ভারতের কাছে চরম নাস্তানাবুদ হওয়ার পর আসিফ মুনির যেন তার পেশাই বদলে ফেলেছেন। তিনি এখন ফিল্ড মার্শাল কম, বরং একজন উচ্চাকাঙ্ক্ষী ‘সেলসম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন। অভিযোগ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন