Pakistan Loss Crores: হাজার হাজার কোটি টাকার ক্ষতি, ভারতের পথে ‘ব্যারিকেড’ বসিয়ে ভুগছে পাকিস্তান

Pakistan Loss Crores: সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এপ্রিল থেকে ভারতীয় বিমানগুলির জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়া ফলে শতাধিক ভারতীয় বিমানের ব্যয় ও যাত্রার সময় খানিকটা বেড়েছে। সেই তুলনায় পাকিস্তান এয়ারপোর্ট অথোরিটি বা পিএএ-রও আয় প্রায় ২০ শতাংশ কমেছে।

Pakistan Loss Crores: হাজার হাজার কোটি টাকার ক্ষতি, ভারতের পথে ব্যারিকেড বসিয়ে ভুগছে পাকিস্তান
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: Avra Chattopadhyay

Aug 10, 2025 | 1:52 PM

নয়াদিল্লি: ভারতের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করেছে পাকিস্তান। সিঁদুর সংঘাতের সময়েই এই একটি নোটাম জারি করে এই পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান এয়ারপোর্ট অথোরিটি। কিন্তু এই একটা সিদ্ধান্তের ফলে তাদের কিন্তু খোয়াতে হল হাজার হাজার কোটি টাকা।

পাকিস্তানের অন্যতম সংবাদমাধ্যম ‘ডন’-র প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, তাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বিগত দু’মাসে আকাশপথ বন্ধ থাকার কারণে পাকিস্তানি মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ১ হাজার ২৪০ কোটি টাকা। এই পরিমাণ অর্থ ভারতীয় বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিই পাকিস্তানের হাতে তুলে দিত তাদের আকাশপথ ব্যবহার করার জন্য। যা আপাতত বন্ধ।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এপ্রিল থেকে ভারতীয় বিমানগুলির জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়া ফলে শতাধিক ভারতীয় বিমানের ব্যয় ও যাত্রার সময় খানিকটা বেড়েছে। সেই তুলনায় পাকিস্তান এয়ারপোর্ট অথোরিটি বা পিএএ-রও আয় প্রায় ২০ শতাংশ কমেছে।

তবে এত টাকা ক্ষয়ক্ষতির পরেও পাকিস্তান নিজেদের আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্তেই অনড় রয়েছে। সম্প্রতি একটি নোটাম জারি করে এই আকাশবন্ধের সময়কাল আরও বৃদ্ধি করেছে পিএএ। সেই নোটামে তারা জানিয়েছিল, আগামী ২৪ অগস্ট পর্যন্ত ভারতীয় বিমানগুলির জন্য় পাকিস্তানের আকাশ বন্ধই থাকবে।