
ইসলামাবাদ: সীমান্তে বাড়ছে উত্তেজনা, তার মধ্যেই বড় বড় বুলি পাক মন্ত্রীদের। এবার প্রকাশ্যে ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেন, শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু মিসাইল প্রস্তুত রাখা আছে।
ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই ফুঁসে উঠেছে পাকিস্তান। বিলাওয়াল ভুট্টো হুমকি দিয়েছেন, জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে। এবার আরেক পাক মন্ত্রী হানিফ আব্বাসি বললেন, “যদি ভারত পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার সাহস দেখায়, তবে তারা যেন পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের মিসাইল, সামরিক অস্ত্রশস্ত্র শুধু সাজিয়ে রাখার জন্য নয়। কেউ জানে না আমরা কোথায় পরমাণু অস্ত্র রেখেছি। আমি আবার বলছি, এই ব্যালেস্টিক মিসাইলগুলি তোমাদের দিকেই টার্গেট করে রাখা আছে।”
সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকেও কটাক্ষ করে হানিফ আব্বাসি বলেন যে নয়া দিল্লি তার অ্যাকশনের কী ফল হতে পারে, তা বুঝতে শুরু করেছে। পাকিস্তানি এয়ারস্পেস বন্ধের জেরে ভারতীয় বিমানকে ঘুরপথে যেতে হচ্ছে, এ কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি আরও ১০ দিন এরকম চলে, তবে ভারতের এয়ারলাইন্সগুলো দেউলিয়া হয়ে যাবে।”
ভারত কোনও পদক্ষেপ করলে, তার পাল্টা পদক্ষেপ করার জন্য প্রস্তুত রয়েছে ইসলামাবাদ, এমনটাই দাবি করেন তিনি। পহেলগাঁওয়ের হামলার দায়ও অস্বীকার করেন তিনি।
পাকিস্তান যতই অস্বীকার করুক, দিন কয়েক আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তিন দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদী গ্রুপগুলিকে সমর্থন ও প্রশিক্ষণ দিয়েছে। তবে তা আমেরিকা, ব্রিটেনের জন্য।