Pakistan PM: ‘প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেব, বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে’, জঙ্গিদের ‘নিরীহ’ বলে ভারতকে হুমকি পাক প্রধানমন্ত্রীর

Shehbaz Sharif: জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, "গতকাল রাতে ভারত যে ভুল করল, তার বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে।"

Pakistan PM: প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেব, বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে, জঙ্গিদের নিরীহ বলে ভারতকে হুমকি পাক প্রধানমন্ত্রীর
পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।Image Credit source: Getty Image

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 08, 2025 | 7:06 AM

ইসলামাবাদ: পাকিস্তানে ঢুকে তাদের ‘পোষা’ জঙ্গিদের খতম করে এসেছে ভারত। পহেলগাঁওয়ে খোয়ানো সিঁদুরের বদলা নিয়েছে “অপারেশন সিঁদুর” দিয়ে। আর এদিকে জঙ্গিদের মৃত্যুতে শোকে কাঁদছে পাকিস্তান। এবার ভারতকে বড়সড় আক্রমণের হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। বুধবার রাতে দেশের মানুষের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানেই বলেন, “ভারতকে এই হামলার বিরাট মূ্ল্য চোকাতে হবে।”

ভারতের প্রত্যাঘাতের পর থেকেই দিশেহারা পাকিস্তান। ৯টি জঙ্গি ঘাঁটিকে এয়ারস্ট্রাইক চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই হামলার পরই পাক প্রধানমন্ত্রী তড়িঘড়ি জরুরি অধিবেশনের ডাক দেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বলেন, “গতকাল রাতে ভারত যে ভুল করল, তার বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে।”

শরিফ বলেন, “ভারত সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্বে আক্রমণ করেছে। এর প্রত্যাঘাত করা হবেই। নিরাপরাধ শহিদদের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে। ভারত কঠোর পরিণতি ভোগ করার জন্য তৈরি হোক।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী এও দাবি করেন যে তারা ভারতের ৫টি ফাইটার জেট ধ্বংস করেছেন। যদিও এর সাপেক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। ভারতও এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। তবুও মিথ্যাচারে লিপ্ত থেকে শেহবাজ শরিফ বলেন, “গতকাল রাতে আমরা দেখিয়ে দিয়েছি, পাকিস্তানও নিজের প্রতিরক্ষার জন্য জবাব দিতে পারে। নিয়ন্ত্রণ রেখায় এক ঘণ্টা ধরে গুলির লড়াই হয়েছে। পাকিস্তানি পাইলটরা নিজেদের এয়ারস্পেসে থেকেই শত্রুদের বিমান ধ্বংস করে দিয়েছে।”

এত কিছুর মাঝেও কাশ্মীর নিয়ে ফের বড় বড় কথা পাকিস্তানের মুখে। পাক প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক আইন অনুসারে জম্মু ও কাশ্মীর হল বিতর্কিত ভূখণ্ড এবং যতদিন না কিছু করা হচ্ছে, তাই-ই থাকবে। ভারত যতই নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিক না কেন, তারা বাস্তব বদলাতে পারে না।”