
ইসলামাবাদ: যেকোনও সময়ে শুরু হবে অ্যাকশন। ভারতের ভয়ে থরহরিকম্প পাকিস্তান। ভয় এতটাই যে মাঝ রাতে বড় নির্দেশ দিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি। ডাকলেন বিশেষ অধিবেশন। কী হবে এই অধিবেশনে, তা নিয়েই জল্পনা।
জানা গিয়েছে, শনিবার, ৩ মে মধ্য রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সংসদের বিশেষ অধিবেশনের ডাক দেন। আগামী সোমবার, ৫ মে বিকেল ৫টায় এই অধিবেশন বসবে। তবে এই অধিবেশনের আলোচ্য বিষয় কী, তা উল্লেখ করা হয়নি।
সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতেই এই অধিবেশনের ডাক দিয়েছেন পাক প্রেসিডেন্ট। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ করছে ভারত সরকার। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জল চুক্তি। বন্ধ সীমান্ত, পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানিদের। নতুন ভিসাও দেওয়া হবে না। পাকিস্তান ভারতের এয়ারস্পেসও ব্যবহার করতে পারবে না।
পাশাপাশি পাকিস্তানকে ভাতেও মারছে ভারত। গতকাল, শনিবারই ভারত পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করে দেয়। পাকিস্তানের জন্য ভারতীয় বন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের কোনও জাহাজ ভারতের বন্দরে ঢুকতে বা নোঙর করতে পারবে না। একইসঙ্গে ডাক যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।
একের পর এক খাঁড়া নেমে আসায় কার্যত দিশেহারা পাকিস্তান। তারা কী করবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতেই এই অধিবেশনের ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।