Pakistan: মাটি কেঁপে গেল পাকিস্তানের, রাতেই আতঙ্কে ঘর ছেড়ে পালানোর হিড়িক

Pakistan Earthquake: বুধবার রাত ৯টা ৫৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।

Pakistan: মাটি কেঁপে গেল পাকিস্তানের, রাতেই আতঙ্কে ঘর ছেড়ে পালানোর হিড়িক
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 01, 2025 | 2:52 PM

ইসলামাবাদ: একেই ভয়, এই বুঝি ভারত হামলা করে। চিন্তায় ঘুম উড়েছে রাতের। তারই মধ্যে হঠাৎ থরথরিয়ে কেঁপে উঠল পায়ের নীচের মাটি। আতঙ্কে সিঁটিয়ে পাকিস্তানের বাসিন্দা। কী হল? হঠাৎ কেন কেঁপে উঠল পাকিস্তান?

জানা গিয়েছে, ভূমিকম্পে কেঁপেছে পাকিস্তান। বুধবার রাত ৯টা ৫৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল পাকিস্তানের উত্তরাঞ্চল। মাঝারি কম্পনের জেরে আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।

ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে ঘনঘন ভূমিকম্প হওয়ায় বড় বিপদের আশহঙ্কা করা হচ্ছে।  এর আগে রবিবারও ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। কেঁপে উঠেছিল খাইবার পাখতুনখা, সোয়াত ও আশেপাশের এলাকা।

পাকিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের কারণে স্বাভাবিকের তুলনায় বেশি ভূমিকম্প হয় এখানে। এই কারণে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই কম্পন অনুভূত হয়। গত কয়েক বছরে, পাকিস্তান বেশ কয়েকবার তীব্র ভূমিকম্প হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-