
ইসলামাবাদ: সীমান্তে উত্তেজনা তো বাড়ছেই, এবার ধর্মীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর উদ্দেশেই পাকিস্তানি সেনেটর পালওয়াসা মহম্মদ জাই খান বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করলেন।
পাকিস্তানি সেনেটর পালওয়াসা মহম্মদ জাই খান বলেন, “অযোধ্যায় বাবরি মসজিদের প্রথম ইট গাঁথবে পাকিস্তান সেনা। প্রথম আজাদ দেবেন সেনা প্রধান আসিম মুনির।”
ধর্মীয় বিভাজন করার উদ্দেশ্য নিয়েই পাকিস্তান সংসদে বক্তব্য রাখতে গিয়ে সেনেটর বলেন, “আমরা চুড়ি পরে বসে নেই। যদি ওরা পাকিস্তানকে হুমকি দেয়, তবে জেনে রাখুন শিখ সেনা কিন্তু পাকিস্তানকে আক্রমণ করবে না। কারণ তাদের কাছে এটা গুরু নানকের স্থান।”
প্রসঙ্গত, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান নানা উসকানিমূলক মন্তব্য করছে। পাকিস্তান পিপলস পার্টির প্রধান তথা প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, “সিন্ধু নদ আমাদের ছিল ও থাকবে। হয়ে এখান দিয়ে জল বইবে, নাহলে ভারতীয়দের রক্ত।”