Pakistan: বড় ঝটকা, কেঁপে গেল পাকিস্তান

Pakistan: রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের জেরে দুলে ওঠে ইসলামাবাদ, পেশোয়ার, মারদান, সোয়াট, নৌসেরা ও খাইবার পাখতুনখার একাধিক জায়গা। 

Pakistan: বড় ঝটকা, কেঁপে গেল পাকিস্তান
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

May 10, 2025 | 7:18 PM

ইসলামাবাদ: কেঁপে গেল পাকিস্তান। জোরাল ভূমিকম্প পাকিস্তানে। ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। ইসলামাবাদ, আটোক ও খাইবার পাখতুনখার একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।  রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের জেরে দুলে ওঠে ইসলামাবাদ, পেশোয়ার, মারদান, সোয়াট, নৌসেরা ও খাইবার পাখতুনখার একাধিক জায়গা।

২৪ ঘণ্টার মধ্যেই এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হল পাকিস্তানে। এর আগে শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। তার আগে শুক্রবার বিকেল ৪টে নাগাদ খাইবার পাখতুনখায় ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৪.২।

এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ভূমিকম্পের মাত্রা যেহেতু বেশি, তাই বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ। বালুচিস্তান, খাইবার পাখতুনখা সহ একাধিক অংশ ইউরেশিয়ান প্লেটের উপরে অবস্থিত। পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতীয় প্লেটের উপরে অবস্থিত। এই দুই প্লেটের সংঘর্ষেই ঘনঘন ভূমিকম্প হয় আফগানিস্তান-পাকিস্তানে।