ঢাকা: শত্রুই এখন বন্ধু। ভারতকে ছেড়ে পাকিস্তানের গলা জড়িয়েছে বাংলাদেশ। কিন্তু ভারতকে চেয়েও ভুলতে পারছে না! আজ বাংলাদেশে পারফর্ম করতে আসছেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান। বিশ্বজুড়ে খ্যাতি রাহাতের, তাঁর গানের সংখ্য়াও কম নয়। কিন্তু বাংলাদেশিদের দাবি, গাইতে হবে বলিউডের গান! সোশ্যাল মিডিয়ায় এই দাবি ভাইরাল হতেই ট্রোলের বন্যা বইছে।
বাংলাদেশি সেনার স্টেডিয়ামে কনসার্ট রাহাত ফতেহ আলি খানের। স্টেডিয়ামের জন্য কোনও ভাড়া নিচ্ছে না বাংলাদেশি সেনা। গায়ক রাহাত ফতেহ আলি খান নিজেও কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। জানা গিয়েছে, এটি একটি চ্যারিটি কনসার্ট। চলতি বছরের জুলাই-অগস্ট মাসে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতেই কনসার্টের আয়োজন করেছে স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্ম। এই কনসার্ট থেকে যে টাকা উঠবে, তা শহিদদের পরিবারদের দেওয়া হবে।
রাহাত ফতেহ আলি খান ছাড়াও বাংলাদেশের একাধিক শিল্পী এই কনসার্টে পারফর্ম করবেন। তবে মূল আকর্ষণ পাকিস্তানি শিল্পীই। এতদূর অবধি ঠিক আছে। কিন্তু যে ভারতের প্রতি এত রাগ, বিষোদগার করছে বাংলাদেশিরা, তাদেরই আবার দাবি, গাইতে হবে বলিউডের জনপ্রিয় গান! বলিউডে বিভিন্ন সিনেমায় রাহাত ফতেহ আলি খান যে হিট গানগুলি গেয়েছেন, তার সুপারিশই সবথেকে বেশি এসেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংও শুরু হয়েছে।
রাহাত ফতেহ আলি খানের কনসার্টের ভিআইপি টিকিটের দাম ১০ হাজার টাকা। প্রথমের সারিগুলিতে টিকিটের দাম ৪৫০০ টাকা থেকে শুরু। এছাড়া সাধারণ টিকিটও রয়েছে, যা ২৫০০ টাকা থেকে শুরু। বিকেল ৪টে থেকে কনসার্ট শুরু।