Pfizer COVID Pills: ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর ফাইজ়ারের তৈরি করোনা ওষুধ, দাবি সংস্থার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 14, 2021 | 9:34 PM

Omicron variant: পৃথক গবেষণাগারে পরীক্ষা করে দেখা গিয়েছে যে, ওষুধটি ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও নিজের কার্যকারিতা ধরে রেখেছে। এমনটাই দাবি করেছে সংস্থা।

Pfizer COVID Pills: ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর ফাইজ়ারের তৈরি করোনা ওষুধ, দাবি সংস্থার
স্বস্তির খবর দিচ্ছে ফাইজ়ার (প্রতীকী ছবি)

Follow Us

নয়া দিল্লি : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরদ্ধে যথেষ্ট কার্যকর ফাইজ়ারের করোনা ওষুধ। মঙ্গলবার সংস্থার তরফে এমনটাই দাবি করা হয়েছে। ফাইজ়ারের তৈরি করোনার এই ওষুধ এখনও পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ২২৫০ জন ব্যক্তির উপর প্রয়োগ করা এই ওষুধের গবেষণায় ভাইরাসের বিরুদ্ধে যথেষ্ট ইতিবাচক ফল এসেছে। ঝুকিপূর্ণ ব্যবহারকারীদের মধ্যে, প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পরই এই ওষুধ প্রয়োগ করা হলে হাসপাতালে ভরতি করার প্রবণতা এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা ৮৯ শতাংশ কমে যায়।

পৃথক গবেষণাগারে পরীক্ষা করে দেখা গিয়েছে যে, ওষুধটি ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও নিজের কার্যকারিতা ধরে রেখেছে। এমনটাই দাবি করেছে সংস্থা। এর আগে অনেক বিশেষজ্ঞও এই ধরনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। ফাইজ়ারের অ্যান্টিভাইরাল ড্রাগটি কৃত্রিমভাবে তৈরি একটি প্রোটিনের সংস্করণের উপর পরীক্ষা করে দেখা হয়েছে। এই প্রোটিনটিই ওমিক্রন নিজের বৃদ্ধির জন্য ব্যবহার করে।

উল্লেখ্য, দুবছরে আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে প্রায় ৮ লক্ষ মানুষ মারা গিয়েছেন বলেই জানা গিয়েছে। মূলত ডেল্টা ভ্য়ারিয়েন্টের কারণে শেষবার লাগামছাড়া হয়ে গিয়েছিল করোনা। তার উপর শীতল আবহাওয়া এবং ঘরোয়া পরিবেশে সংক্রমণ আরও বেড়েছিল। মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা ইতিমধ্যেই ওমিক্রনের সংক্রমণ নিয়ে সতর্ক করেছে। তারই মধ্যে ফাইজ়ারের এই ওমিক্রন মোকাবিলার ওষুধের দাবি, নিঃসন্দেহে বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কিছুটা স্বস্তি দেবে।

মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শীঘ্রই ফাইজ়ারের ওষুধ এবং মেরেকের ওষুধে অনুমোদন দেওয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ আগেই মার্কিন ওষুধ নিয়ামক সংস্থার কাছে উভয় সংস্থার তরফে আবেদন জমা দেওয়া হয়েছিল। যদি আবেদন মঞ্জুর করা হয়, তাহলে ওই ওষুধগুলিই হবে প্রথম কোভিড -১৯ ওষুধ যা আমেরিকানরা ফার্মেসি থেকে নিয়ে বাড়িতে যেতে পারেন।

এর আগেই আমেরিকায় প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের শরীরে ফাইজার এবং মডার্নার তৈরি করোনা টিকার বুস্টার ডোজ় প্রয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ফাইজ়ার বা মডার্নার করোনা টিকার প্রাথমিক ডোজ় নেওয়ার ছয় মাস পর এই বুস্টার ডোজ় নেওয়া যাবে বলে জানানো হয়। ১৮ বছর বা তার বেশি বয়সি যে কোনও মার্কিন নাগরিক এই বুস্টার ডোজ় নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে মার্কিন মুলুকে শিশুদের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছিল এফডিএ। শিশুদের জন্য জরুরিভিত্তিতে ফাইজার ভ্যাকসিনকে অনুমতি দিয়েছে আমেরিকা। বিশ্বজুড়ে করোনা সংক্রমণে বাদ যায়নি শিশুরাও। প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিদের উপর করোনা ভয়ঙ্কর প্রভাব ফেললও তুলনামূলকভাবে শিশুদের ক্ষেত্রে মহামারী আকার ধারণ করেনি। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৮,৩০০ শিশু করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১৪৬ জনের।

আরও পড়ুন : Corona Death in US: অতিমারির দু’বছর, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাতে মৃত ৮ লক্ষ

Next Article