Physical intimacy in Plane: মাঝ আকাশে বিমানে উদ্দাম সঙ্গম যুবক-যুবতীর, ভাইরাল ভিডিয়ো
Physical intimacy in Plane: দরজা খুলতেই চোখ কপালে উঠে যায় বিমান কর্মীদের। দেখা যায় বাথরুমের মধ্যেই উদ্দাম যৌনতায় মেতে উঠেছেি এক কপোত-কপোতি। দরজা খুলতেই দেখেন তাঁদের দেখছেন বিমান কর্মী থেকে শুরু করে বিমানে থাকা অন্য যাত্রীরা। এক মুহূর্তের জন্য সকলেই হতবাক।

লুটন: আকাশের বুক চিড়ে চলছিল বিমানটা। মেঘের কোলে ভাসতে ভাসতে গন্তব্যের দিকে উড়ে যাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু, হঠাৎ দেখা যায় নিজেদের আসনে নেই দুই যাত্রী। মাঝ আকাশে কোথায় গেলেন তাঁরা? এদিক-ওদিক খোঁজ করার পর বিমান কর্মীরা সোজা চলে যান বাথরুমের দিকে। সেখানে যে কিছু একটা হচ্ছে তা আগে থেকেই টের পেয়েছিলেন তাঁরা। কিন্তু, কী হচ্ছে তা তখনও জানা বাকি। এদিকে বাথরুমের দরজা খোলার আগেই অনেকেই ধরেছেন ক্যামেরা বাগিয়ে।
দরজা খুলতেই চোখ কপালে উঠে যায় বিমান কর্মীদের। দেখা যায় বাথরুমের মধ্যেই উদ্দাম যৌনতায় মেতে উঠেছেন এক কপোত-কপোতি। দরজা খুলতেই দেখেন তাঁদের হাঁ করে দেখছেন বিমান কর্মী থেকে শুরু করে বিমানে থাকা অন্য যাত্রীরা। এক মুহূর্তের জন্য সকলেই হতবাক। কী হচ্ছে, কেন হচ্ছে, বোঝার আগেই সঙ্গমরত অবস্থাতেই হতচকিত হয়ে যান ওই যুবক-যুবতী। দু’জনেই সেই সময় অর্ধনগ্ন। তাঁদের দেখে হাসিতে ফেটে পড়েন তাঁদের সহযাত্রীরা। বেকায়দায় পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে ফের বাথরুমের দরজা বন্ধ করে দেন বিমান কর্মীরা।
এদিকে গোটা ঘটনা ততক্ষণে অনেকেই ক্যামেরাবন্দি করে ফেলেছেন। ৩৭ সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। দেদার শেয়ার হচ্ছে নানা মাধ্যমে। সূত্রের খবর, ইজিজেটের এই বিমানটি ৮ সেপ্টেম্বর ব্রিটেনের লুটন থেকে ইবিজা যাচ্ছিল। সেখানেই ঘটে এ ঘটনা। এদিকে ব্রিটেনের আইন অনুযায়ী যৌন অপরাধ আইন ২০০৪ এর ৭১ ধারা মোতাবেক স্বেচ্ছায় জনসমক্ষে সঙ্গম করা দণ্ডনীয় অপরাধ। ঘটনার কথা গিয়েছে পুলিশের কানে। শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর।





